
ডেস্ক রিপোর্ট:
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শহররক্ষা বাঁধ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়।
ছাত্রলীগ নেতা সুমন আলী (২৮) নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে।
যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে। কলেজ মাঠে এনে আরেকদফা পেটানো হয় তাকে। এতে সুমনের গায়ের শার্ট ছিড়ে যায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে যুবদল নেতাকর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহাম্মেদ বলেন, ‘গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’