ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

ডেস্ক রিপোর্ট:

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানার শহররক্ষা বাঁধ সংলগ্ন বড়কুঠি আইন কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়।

ছাত্রলীগ নেতা সুমন আলী (২৮) নাটোরের বাগাতিপাড়ার মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। তিনি বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়কুঠি শহর রক্ষা বাঁধ সংলগ্ন আইন কলেজ মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ছাত্রলীগ নেতা সুমন। ওই সময় আইন কলেজ মাঠে যুবদলের একদল নেতাকর্মী বসে আড্ডা দিচ্ছিল। তাদের একজন ছাত্রলীগ নেতা সুমনকে চিনে ফেলে।

যুবদল নেতাকর্মীরা চারদিক থেকে ঘিরে ধরে সুমনকে মারধর শুরু করে। কলেজ মাঠে এনে আরেকদফা পেটানো হয় তাকে। এতে সুমনের গায়ের শার্ট ছিড়ে যায় ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে যুবদল নেতাকর্মীরা পুলিশ ডেকে ছাত্রলীগ নেতা সুমনকে সোপর্দ করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহাম্মেদ বলেন, ‘গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন