গজারিয়ায় স্বীকৃত গ্যাস চোর লাভলু

মাহতাবুর রহমান:

তিতাসের একাধিক অভিযানে বর্তমানে গজারিয়ার সবকটি অবৈধ চুনা কারখানা বন্ধ তবে বহাল তবিয়তে চলছে স্থানীয় আওয়ামিলীগ নেতা নাজিমুদ্দিন লাভলুর মালিকানাধীন অবৈধ দুটো চুনা কারখানা । গজারিয়ার বালিয়াকান্দির মিয়ামী রেষ্টুরেন্টের ঠিক উল্টো পাশে গ্লোবাল ইকোনোমিক্স জোনে অবস্থিত বৃহৎ চুনা কারখানাটির একক মালিক মালিক নাজিম উদ্দীন লাভলু ।অপরটি ভাটেরচর নতুন রাস্তার মাথায় কারখানাটির অংশীদার এই লাভলু । জানা গেছে মাসে এই দুটো কারখানায় নুন্যতম এক কোটি বিশ লাখ টাকার অবৈধ গ্যাস ব্যবহৃত হচ্ছে । স্থানীয় তিতাস জোন সোনারগাওয়ের কতিপয় অসাধু কর্মকর্তাদের মোটা অংকের মাসোহারা নিয়ে টিকিয়ে রেখেছে এই অবৈধ চুনা কারখানা দুটো৷ সম্প্রতি গজারিয়ার সবকটি অবৈধ চুনা কারখানা তিতাস কতৃপক্ষ ঘুরিয়ে দিলেও বহাল তবিয়তে লাভলুর প্রতিষ্ঠান দুটো । সম্প্রতি গ্যাস চোর মাফিয়া লাভলুকে নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে তবে যেই লাউ সেই কদু ।
এক সময় লাভলু এবং লাভলুর পরিবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকলেও বর্তমানে বিএনপির ঘরনার রাজনীতির সাথে মিশে গেছে । স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে লাভলুর এই অবৈধ ব্যবসা। এলাকায় গুন্জন রয়েছে তিতাসের প্রধান কার্যালয়ের অনেকের সাথে নাকি আছে লাভলুর লেনদেনের অবৈধ সম্পর্কে। এলাকাবাসী লাভলুর এই অবৈধ ব্যবসা বন্ধের জোড় দাবি জানাচ্ছেন স্থানীয় প্রশাসনের কাছে

সাপ্তাহিক অগ্রযাত্রার ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ সম্মাননা অনুষ্ঠান আয়োজিত

অনলাইন ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ অডিটোরিয়ামে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র ৮ম প্রতিনিধি সম্মেলন ও শহীদ মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে আজ (২৫ মার্চ শুক্রবার)। অগ্রযাত্রা পত্রিকা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান অর্নব এর সভাপতিত্বে দুপুর ২ টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য, বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির সভাপতি আবুল হোসেন মজুমদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আরটিভির বার্তা সম্পাদক আক্তার হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম সম্পাদক খায়রুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল খান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পন, নিরাপদ সড়ক চাই এর যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে) এর কাউন্সিলর ও দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক অগ্রযাত্রা’র প্রকাশক প্রকৌশলী শরীফ আহমেদ সহ আরো অনেকেই। আয়োজনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের অবদান ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা৷ এসময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দেয়া ৭ শহীদকে অগ্রযাত্রা পত্রিকার পক্ষ থেকে মরোনত্তর ” স্বাধীনতার অমর সূর্য সন্তান” পদক -২০২২ইং তুলে দেয়া হয় শহীদ পরিবারদের হাতে৷

অগ্রযাত্রা- স্বাধীনতার অমর সূর্য সন্তান পদক প্রাপ্ত ৭ শহীদ হলেন-

১/ শহীদ এসআই আব্দুর রহমান
৪ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

২/ শহীদ তোফায়েল ইলাহী চৌধুরী
১৩ এপ্রিল ১৯৭১সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৪/ শহীদ আবুল হাসানাত চৌধুরী।
১৩ এপ্রিল ১৯৭১ সালে লালমনিরহাটের রণাঙ্গনে শহীদ হন।

৫/ শহীদ সৈয়দ সিরাজুল আবদাল।
সম্ভাব্য ১৯ মে সিলেটের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ নৌফেল
৯ ডিসেম্বর, ১৯৭১ সালে ফরিদপুরের রণাঙ্গনে শহীদ হন।

৬/ শহীদ হিরণ্য কুমার দত্ত
১৯৭১ সালের ২ জুন চট্রগ্রামের রণাঙ্গনে শহীদ হন।

৭/ মরহুম বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুর রাজ্জাক
(আগরতলা ষড়যন্ত্র মামলার ১৪ নম্বর আসামী)
২০০৪ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।

এছাড়াও অগ্রযাত্রা’র পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় উদ্দীপনামূলক “অগ্রযাত্রা কর্মদীপ্ত পদক -২০২২ ইং তুলে দেয়া হয় আরো ২৫ জনকে।

অগ্রযাত্রা কর্মদীপ্ত পদকপ্রাপ্ত ২৫ জন হলেন:-

১/ খায়রুল আলম
যুগ্ম সম্পাদক,
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

২/ আলী কদর পলাশ
সম্পাদক ও প্রকাশক,
দৈনিক এই আমার দেশ

৩/ শহীদুল আলম
সম্পাদক ও প্রকাশক , দৈনিক সময়ের সংবাদ

৪/ মোহাম্মদ মাসুদ
সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ

৫/ খালেদ সাইফুল্লাহ
সম্পাদক ও প্রকাশক-
দৈনিক ডিজিটাল সময়

৬/ সাঈদুর রহমান রিমন
সিনিয়র রিপোর্টার ও (ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ),
দৈনিক বাংলাদেশ প্রতিদিন।

৭ / আমিনুল ইসলাম ফিরোজ
বরিশাল ব্যুরো প্রধানঃ এশিয়ান টেলিভিশন ,
চেয়ারপার্সন- বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট

৮/ গিরিধর দে
প্রতিষ্ঠাতা ও পরিচালক –
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

৯/ সীমান্ত সজল
বিশিষ্ট নাট্যনির্মাতা

১০/ জিল্লুর রহমান

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম