
নেত্রকোনা জেলা সংবাদদাতাঃ নেত্রকোনায় হত্যা মামলায় মো. সাদেকুল ইসলাম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সাদেকুল ইসলাম নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলি এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাইয়ের মোটরসাইকেল ভাড়ায় চালাতেন ঝিনুক মিয়া। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মো. সাদেকুল ইসলাম মদন উপজেলায় ষাঁড়ের লড়াই দেখতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া করে। পথিমধ্যে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য চালক ঝিনুককে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন ঝিনুককে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থাকায় মোটরসাইকেল রেখে সাদেকুল ইসলাম পালিয়ে যান।
এ ঘটনায় ঝিনুক মিয়ার ভাই মো. টিটু মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেন। একপর্যায়ে পুলিশ আসামি মো. সাদেকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে আসামি সাদেকুল ইসলাম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।