হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নেত্রকোনা জেলা সংবাদদাতাঃ নেত্রকোনায় হত্যা মামলায় মো. সাদেকুল ইসলাম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মো. সাদেকুল ইসলাম নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলি এলাকার মো. আবদুস সাত্তারের ছেলে ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভাইয়ের মোটরসাইকেল ভাড়ায় চালাতেন ঝিনুক মিয়া। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি মো. সাদেকুল ইসলাম মদন উপজেলায় ষাঁড়ের লড়াই দেখতে যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া করে। পথিমধ্যে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার জন্য চালক ঝিনুককে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন ঝিনুককে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ ফাঁড়ির চেকপোস্ট থাকায় মোটরসাইকেল রেখে সাদেকুল ইসলাম পালিয়ে যান।

এ ঘটনায় ঝিনুক মিয়ার ভাই মো. টিটু মিয়া বাদী হয়ে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা করেন। একপর্যায়ে পুলিশ আসামি মো. সাদেকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে আসামি সাদেকুল ইসলাম জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছে। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ব্যবসায়ীকে হত্যা করে মাটিচাপা

ব্যবসায়ীকে হত্যা করে মাটিচাপা

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার পর টুকরো টুকরো করে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জাকির হোসেন প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন।

বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

তিনি জানান, আজ সকালে খবর পেয়ে সবুজবাগের ভাইকদিয়া এলাকায় একটি বালুর ডিবিতে চাপা দিয়ে রাখা টুকরো করা মরদেহটি উদ্ধার করা হয়। এলাকাবাসী বিষয়টি পুলিশকে খবর দিয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাই শফিকুল জানান, আমার ভাই জাকির প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন। সে পরিবার নিয়ে মানিকনগর এলাকায় ভাড়া থাকতেন। গত বুধবার রাতে আজাহার নামের এক প্রতিবেশী আমার ভাই জাকিরকে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। আমি আমার ভাইয়ের হত্যার সঠিক বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান