
স্পোর্টস ডেস্ক:
জাতীয় দলের দরজা অনেক আগেই বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের। এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছেন এই অলরাউন্ডার। সেই ধারায় এবার গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব। গায়ানার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দুবাই ক্যাপিটালস জানিয়েছে, দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশাভ মহারাজের বদলি হিসেবে সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গ্লোবাল সুপার লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের দল রংপুর রাইডার্স। এই ফ্র্যাঞ্চাইজিতে একসময় খেলতেন সাকিব। এবারের টুর্নামেন্টেও খেলছে রংপুর। তবে সাকিবের প্রতিপক্ষ হবে তার সাবেক দলটি।
ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। সেখানে বদলি হিসেবে লাহোর কালান্দার্সের হয়ে ৩ ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার। তার আগে অ্যাকশনের নিষেধাজ্ঞা ও নানা পারিপার্শ্বিকতার কারণে প্রায় ছয় মাস স্বীকৃত ক্রিকেটে দেখা যায়নি ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে।
আগামী বৃহস্পতিবার শুরু হবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের দল সেন্ট্রাল স্ট্র্যাগসের মুখোমুখি হবে সাকিবের দুবাই। পাঁচ দলের এই আসরে বাকি ২টি দল হচ্ছে হোবার্ট হারিকেন্স ও স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুবাইয়ের সঙ্গে রংপুরের ম্যাচ আগামী ১৬ জুলাই। পাঁচ দলের প্রতিটি পরস্পরের সঙ্গে একবার করে লড়বে প্রাথমিক পর্বে। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ১৮ জুলাই।