গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে চলছে আওয়ামীলীগের পুর্নবাসন

গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নে চলছে আওয়ামিলীগের পুর্নবাসন

ষ্টাফ রিপোটার:

বিগত ষোল বছর গজারিয়া উপজেলার নদী বেষ্টিত ইউনিয়ন গুয়াগাছিয়ায় একচছত্র আধিপাত্য বিস্তার করে রেখে ছিল মনসুর আহমেদ টিপু। ফ্যাসিষ্ট সরকারের সাবেক এমপি এম ইদ্রিস আলী ও এডভোকেট মৃনাল কান্তি দাসের অন্যতম দোসর টিপুর বর্তমান আধিপত্যও সেই আগের মতোই৷। একটুও হেরফের হয়নি তার অবস্থান৷ অবশ্য আগে ছিল সে আওয়ামিলীগ বর্তমানে তার গায়ে লেগেছে বিএনপির সাইনবোার্ড। পেশায় তিনি শিক্ষক হলেও গতবছরের জুলাই আগষ্ট ছাত্র আন্দোলনের প্রকাশ্যে বিরোধিতা করেছে এই টিপু মাষ্টার ।

৫ আগষ্ট ২০২৪ সালের আগে তার ফেইসবুক আইডি জুড়ে ছিল ফ্যাসিষ্ট সরকারের গুন কীর্তন । ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে গুয়াগাছিয়া ইউনিয়নের নৌকা মার্কা নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্যও ছিল টিপু মাষ্টার ৷প্রকাশ্যে বক্তব্য দিয়েছে নৌকা মার্কার নির্বাচনী জনসভাগুলোতে৷ ৫ আগষ্টের পটপরিবর্তনের পরিবর্তনের তার ফেইসবুক আইডি হতে আগের সব কিছু ডিলিট। বনে গেছে বিএনপির নেতা । স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা হয়ে গেছে তার কাছে অসহায়। অভিযোগ উঠেছে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান গুলো মাসিক চাঁদাবাজিও করেছে এই টিপু মাষ্টার।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অনেকের অভিযোগ উপজেলা বিএনপির জনৈক প্রভাবশালী নেতার সহযোগিতায় গুয়াগাছিয়া ইউনিয়নে আওয়ামীলীগের পুর্নবাসন চলছে।

সীমান্তে বাংলাদেশি হত্যা

স্টাফ রিপোর্টার: 

পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুক্রবার (৬ ডিসেম্বর) আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

শুক্রবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাবি শিবির সভাপতি সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না। অথচ গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বিগত দেড় যুগে প্রায় ছয় শতাধিক বাংলাদেশি নাগরিককে সীমান্তে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

তিনি বলেন, নিয়মিত পতাকা বৈঠকে বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও হত্যাকাণ্ড অব্যাহত রাখা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সুস্পষ্ট আঘাত।

এস এম ফরহাদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদেশের ছাত্র-জনতা আপসহীন ভূমিকা পালন করবে। ভারতের সাম্প্রতিক আগ্রাসী কর্মকাণ্ডে দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদ ভুলে সবাই ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলসহ সব হলের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদ তারই উৎকৃষ্ট দৃষ্টান্ত।

বিবৃতিতে দেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক নজিরবিহীন হত্যাকাণ্ড বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয়।

 

সবা:স:জু- ২১৪/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম