স্ত্রীকে ১১ টুকরো করলেন স্বামী

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। হত্যাকাণ্ডের পর স্থানীয়রা নিহত গৃহবধূর স্বামীকে আটকে রাখলেও গ্রিল কেটে পালিয়ে যেতে সমর্থ হন তিনি। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড, বলছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে অক্সিজেন এলাকার পাহাড়িকা হাউজিং সোসাইটির এফজে টাওয়ারের ১০তলায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় দেড় মাস আগে এ জেড টাওয়ারের দশম তলায় বাসা ভাড়া নেয় সুমন ও ফাতেমা। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার রাতে প্রতিবেশীরা রাতের দিকে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেতে থাকে।

এফ জে টাওয়ারের কেয়ারটেকার বলেন, ‘মুষল ধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ফ্ল্যাট থেকে বিভিন্ন ধরনের শব্দ আসছিল। আমিসহ আরও কয়েকজন নিয়ে কিসের শব্দ দেখতে যায়। দশম তলায় গেলে দরজা বন্ধ করে রাখে নিহতের স্বামী। পরে খুললে টুকরো অবস্থায় ফাতেমা বেগমের লাশ পড়ে থাকতে দেখা যায়। লাশ ১১ টুকরো করে ঘরের বিভিন্ন জায়গায় ফেলে রাখা হয়। এ সময় আমিসহ স্থানীয়রা মিলে নিহত গৃহবধূর স্বামীকে ধরে ঘরে আটকে রাখি। তবে, রুমের জানালার গ্রিল কেটে দশ তলা থেকে সে পালিয়ে যেতে সমর্থ হয়।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেড় মাস আগে তারা ঘর ভাড়া নেয়। বাসা ভাড়া নেয়ার কয়েকদিন পর ফাতেমা বেগম চলে যান। আবার কিছুদিন পর ফিরে আসে। তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে মনে হয়।’

স্থানীয় কদির নামে এক বাসিন্দা জানান, মরদেহ উদ্ধারের সময় ফ্ল্যাটটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। নৃশংস এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড বলে ধারনা করছি। নিহতের স্বামী পলাতক থাকলেও তাকে ধরতে অভিযান চলছে।’

এ বিষয়ে বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ‘ফাতেমা (৩২) এক গৃহবধূকে গলা কেটে টুকরো, টুকরো করে হত্যা করেছে ঘাতক স্বামী। তিনি ওই ফ্ল্যাটেই স্বামী সুমনের সঙ্গে থাকতেন। তার বাবার নাম কামাল উদ্দিন। তাদের সিফাত নামে আট বছরের একটি ছেলে সন্তান আছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করা হয় বলে ধারণা করছি। ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যান খুনি।’

তিনি আরও বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। নিহত ফাতেমা গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তারা চট্টগ্রামে বসবাস করতেন।

সুমন পেশায় ছিলেন গাড়িচালক। নিহত ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। ঘটনার সময় সন্তান সিফাত আত্মীয়ের বাসায় ছিলেন।’

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালি রেলক্রসিংয়ে ধানবোঝাই ট্রাক আটকে গেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

সোমবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে ট্রাকটি রেলক্রসিংয়ে আটকে যায়। বেলা ১১টার দিকে ট্রাকটি সরানো হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক আটকে যায়। পরে চালক স্থানীয়রাদের সহায়তায় চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেনি। মূলত রেলক্রসিং এর সামনে বেশ কয়েকটি বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তেই ট্রাকটি আটকে গেছে৷ এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রাক থেকে ধানের বস্তা নামিয়ে ট্রাকটি সরানো হয়। এরপরে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, মির্জাপুর সীমানায় সোনাখালি রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে যায়। যার ফলে ওইপাশ থেকে ট্রেন আসতে পারছিল না। ট্রাকটি সরানোর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের