হাজিদের জন্য সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট:

২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে হাজিদের অর্থ ফেরতের কার্যক্রম নিয়ে সতর্কবার্তাও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের সরকারি মাধ্যমের হাজীদের প্যাকেজ ও বাড়ি ভিত্তিক অব্যয়িত অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে EFT/BEFTN এর মাধ্যমে ফেরত প্রদান করা হচ্ছে।

এ অবস্থায় প্রতারক চক্র হতে হাজীদের সতর্ক করার নিমিত্ত নিম্নোক্ত তথ্য বহুল প্রচারের নিমিত্ত সকল মোবাইল অপারেটিং কোম্পানিকে বিনা মূল্যে ক্ষুদে বার্তার মাধ্যমে বাংলাদেশের সকল মোবাইল ব্যবহারকারীর নিকট প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়, ২০২৫ সনের সরকারি মাধ্যমের হজের অব্যয়িত অর্থ হাজীদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হচ্ছে।

হাজীদের ব্যাংক একাউন্ট/ক্রেডিট বা ডেবিট কার্ড/নগদ বা বিকাশের তথ্য কাউকে না দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হরিচাঁদ মন্দিরের নতুন কমিটিঃ সমীর সভাপতি ও পান্না  সম্পাদক

 

স্টাফ রিপোর্টারঃ
সমীর গোলদারকে সভাপতি ও পান্না বিশ্বাসকে সম্পাদক করে রাজধানীর শাহবাগের পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর দায়িত্ব পালন করবে এই কমিটি।
গতকাল মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রম কমপ্লেক্সে হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। মন্দির পরিচালনা পরিষদের বিদায়ী সভাপতি অতুল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক সমীর গোলদারের পরিচালনায় সভায় পরিষদের সদস্য, কর্মকর্তাসহ রমনা কালীমন্দির ও আনন্দময়ী আশ্রমের নেতারা উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন