প্রয়াত সাংবাদিক নজির আহমেদের র মৃত্যুতে শোক সভা করেছে পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি

স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার ১১ নভেম্বর পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির উদ্যোগে রাজধানী যাত্রাবাড়ী এলাকার মাতুয়াইল আদর্শবাগ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল মিলনায়তনে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল। সঞ্চালনা করেন পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী। শোক সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক সৈয়দ মোঃ মোরশেদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু জাফর,রুরাল জার্নালিস্ট ফোরাম আর জে এফ এর সভাপতি জহিরুল ইসলাম, সাংবাদিক খোরশেদ আলম, দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদ মোঃ মাসুদ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সাংবাদিক হাসান, নাজমুল হাসান, বজলুর রহমান, এ আর হানিফ, ফাহাদ আহমেদ মিঠ, নজরুল ইসলাম সহ অনেকে।

প্রয়াত সাংবাদিক নজির আহমেদের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি সব সময় আন্দোলন সংগ্রাম করেছেন।বক্তারা আরো বলেন, অল্প আয়ে কিভাবে সন্তুষ্ট থাকতে হয় তিনি জানতেন। নজির আহমেদের কাছে সবাই ছিলেন সমান, সাংবাদিকদের কথা তিনি খুব মনোযোগ দিয়ে শুনতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাশিতপুর গ্রামে। তিনি দৈনিক মুক্ত খবর, সাপ্তাহিক অপরাধ বিচিত্রা, দৈনিক গণজাগরণ, দৈনিক খবর পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে) সদস্য, ঢাকা পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি, রুরাল জার্নালিস্ট ফোরাম ( আরজেএফ)এর প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন,

গত২৫ অক্টোবর রাত ‌১১ টায় মুগদা জেনারেল হাসপাতালে সাংবাদিক নজির আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলী থানা এলাকার ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং মিজান হাজির কারখানায় অবৈধ গ্যাস দিয়ে কারখানা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে আর এই অভিযোগ উঠেছে কারখানা মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এ বিষয়ে এলাকার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সেই সাথে দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয় ও ৫৯নং ওয়ার্ডের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে ,,প্রশাসন থেকে গণমাধ্যম কর্মী পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছে , জানাযায় এই সে জামান, যে কিনা ৮০টাকা পকেটে নিয়ে ঢাকায় এসেছিল,,আজ তার বাড়ী গাড়ী কিছুর অভাব নেই,,ও খুব গভীর জলের মাছ,,তাই ওর অনেক দূর্নীতিই ধরা ছোয়ার বাহিরে,,তবুও চোর নীরবে সাক্ষী রেখে যায় তার অপকর্মের,,তার পাশের এই ছবিটি একটি অবৈধ গ্যাস সংযোগ দেওয়া কালীন ছবি,যার পরিচালক ছিলেন জামান, এই কারখানার মালিক হলো মিজান মোল্লা,, ম্যানেজার হলো রিয়াজ,,কারখানার নাম লাকী ডাইং,,আজ থেকে সাত আট মাস আগে রাতের অন্ধকারে সরকারি অনুমোদন ছারাই হাই স্পিডের এই গ্যাস সংযোগটি দেওয়া হয়, আর তা দেয় শফি মোল্লা, আর এই কাজ বাবদ এই জামান মালিকদের সভাপতি /সেক্রেটারির নাম ভাংগীয়ে হাতিয়ে নেয় আড়াই লক্ষ টাকা মালিকদের সাথে কথা বলে জানা যাই তারা এই ব্যাপারে কিছুই জানেনা, গ্যাস অফিসে যোগাযোগ করা হলে তারা জানান এই সুযোগটি অবৈধভাবে নেয়া, এলাকার একজন সচেতন নাগরিক বলেন এখনো কমিশনার সাহেব রাস্তা কাটার অনুমতি দিলে আমি প্রমান করতে সক্ষম হবো,,রাতের আধারেই ধামা চাপা দেওয়া হয়েছিলো এই নেক্কার জনক ঘটনার,,সরকারি সম্পদ চুরি করে কেউ কোটিপতি হবে,, আর কেউ বিল দিয়েও গ্যাস পাবোনা,,তা হবে না, তা হবে না,,অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাড়ান,,অন্যায় যে করে আর যে সহে উভয়েই সমান অপরাধী,,সবাই সঠিক পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করুন,,অন্যায় কারীর মুখোশ উম্মোচন করতে আমাকে সহযোগিতা করুন এবিষযে মন্তব্য জানার জন্য কারখানার মালিককে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। (চলবে)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের