১২ কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক

১২ কিশোর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলো- ইয়াছিন আরাফাত, আবদুল করিম, আবু হাছনাইন, সাইফুল ইসলাম, আবদুর রহমান, আরাফাত হোসেন, আশরাফুল জামাল, ফোরকান, মো. ইকবাল, আশিকুল ইসলাম, শরীফুল ইসলাম ও আকিফুল ইসলাম। তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। বাড়ি চরপাথরঘাটা ৬ নম্বর ও চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড এলাকায়।

পুলিশ জানায়, ওই কিশোররা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা ৫ আসনের প্রার্থীকে জরিমানা

মারুফ হোসেন:

কুমিল্লা ৫ (বুড়িচং- বিপাড়া) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এর পক্ষ্যে নৌকার শ্লোগান দিয়ে প্রচারণা চালিয়ে মতবিনিময় সভা করায় জরিমানা গুনতে হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর মাদ্রাসায় আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার স্লোগান ও মতবিনিময় সভা করায় নির্বাচনী আইনবিধি লংঘনে এড. আবুল হাসেম খান এমপির উপস্থিতিতে ৫০০০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

শনিবর (৯ ডিসেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বুড়িচংয়ের গোসাইপুরে নৌকার পক্ষ্যে স্লোগান ও মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলা নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১২ লঙ্ঘনের দায়ে বিধি ১৮ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।এবং তিনি আরও বলেন ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে তা আচরণ বিধিমালা লঙ্ঘন হয়।এ অভিযোগে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান