সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে: ফখরুল

সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে: ফখরুল

ডেস্ক রিপোর্ট:

ঢাকা শহরে ৬ টি গুরুপূর্ণ এলাকায় যুবদলের সহায়তায় ‘জুলাই গণঅভ্যুত্থান’ গ্রাফিতি অংকন কর্মসূচী উদ্বোধন করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৮ জুলাই) শাহবাগ জাদুঘরের সামনে এই গ্রাফিতি অংকন উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসবে উপস্থিত হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে রিক্সাচালক ভ্যানচালক শ্রমিক কৃষকদের মতামত নিতে হবে।

তিনি বলেন তরুন প্রজন্মের দিকে তাকিয়ে আছে পুরো দেশ তাদের হাত ধরেই সোনার বাংলাদেশ গড়তে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন সবাইকে নিয়ে পত্রপত্রিকা ও টেলিভিশনে লেখালেখি হলেও মহিয়সী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সেভাবে লেখালেখি হয় না। সাংবাদিক ভাইয়েরা কালোকে কালো, সাদাকে সাদা বলতে শিখুন।

তিনি আরও বলেন ২৪ সালের জুলাই মাসে আমাদের দলের নেতাকর্মীদের গুম হত্যা ও গ্রেফতার করা হয়েছে। ডিবি অফিসে নিয়ে জুলুম ও নির্যাতন করা হয়েছে। ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের দলের নেতাকর্মীরা লড়াই করেছে। কিন্তু দুঃখের বিষয় ফ্যাসিস্ট হাসিনার পলায়নের ১ বছর হয়ে গেলেও তাকে ও তার সহযোগিদের বিরুদ্ধে হত্যার বিচার কেন হচ্ছে না?

উক্ত জুলাই গণঅভ্যুত্থাণ গ্রাফিতি অংকন অনুষ্ঠানে সভাপতি হিসবে উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সঞ্চালনায় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ দলের বিভিন্ন নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

স্টাফ রিপোর্টার: বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ শনিবার বেলা ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে এ বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র–জনতা ও কেন্দ্রীয় নেতারা।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ২৪ মিনিটে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‌‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল শুক্রবার সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা। এ সময় স্থানীয়দের মারধরে অন্তত ১৫ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শতাধিক বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালায়। তারা মোজাম্মেল হকের বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম