কুয়েট শিক্ষার্থীরা ৫ মাস পর শ্রেণিকক্ষে ফিরবেন

কুয়েট শিক্ষার্থীরা ৫ মাস পর শ্রেণিকক্ষে ফিরবেন

ডেস্ক রিপোর্ট:

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার (২৯ জুলাই) কুয়েটের একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। সোমবার দুপুরে উপাচার্য ড. মো. মাকসুদ হেলালী বলেন, সব পক্ষের সাথে আলোচনা হয়েছে। মঙ্গলবার থেকে ক্লাস চলবে ইনশাআল্লাহ। এ জন্য তিনি শিক্ষার্থীদের হলসহ যার যার আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে ছাত্র রাজনীতি বন্ধ নিয়ে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি তুলে ধরেন। একপর্যায়ে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন। একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি।

শিক্ষকদের ওপর হামলায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনাসহ পাঁচ দফা দাবিতে গত ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম ও ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করে আসছিলেন কুয়েটের শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। শিক্ষক সমিতির আন্দোলনের মুখে গত ২২ মে উপাচার্য পদত্যাগ করে চুয়েটে ফিরে যান।
পরে গত ২৪ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী কুয়েটের উপাচার্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রথমবারের মত জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত সম্মেলন

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো সিরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ২৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আহ্বায়ক ‘সিরাত মাহফীল ইন্তেজামিয়া কমিটি’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইস্ উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ উদ্দীন। এছাড়াও বক্তব্য পেশ করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টোর অধ্যাপক ড. তাজাম্মুল হক ও সহকারি প্রক্টোর ছালেহ উদ্দিন।

মাহফীলে অতিথি ও আলোচক হিসেবে আরো উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ প্রফেসর মোখতার আহমাদ, শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং ভিক্টরিয়া পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক।

আয়োজকদের মধ্যে থাকা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন,
“পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আদর্শ রাসুলুল্লাহ (স.) এর জীবন পর্যালোচনার জন্য আমরা সিরাত মাহফীল আয়োজন করেছি।বর্তমান সময়ের প্রেক্ষিতে সকলের মাঝে দ্বীনি আদর্শ ছড়িয়ে দিয়ে শান্তির বার্তা পৌঁছানো আমাদের লক্ষ্য। বিগত দিনে ইচ্ছা থাকা সত্ত্বেও নানা প্রতিবন্ধকতার কারণে তা করতে পারিনি।মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এবার তা আয়োজন করতে সক্ষম হলাম। ইনশা’আল্লাহ, আগামীতে এই ধারা সুনিপুন ভাবে অব্যাহত থাকবে।”

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন