লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

নির্ধারিত সময়ে ৩-৩ এবং অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল ব্রাজিল ও কলম্বিয়ার লড়াই। নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস এই ফাইনালের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা। এরই সঙ্গে ছেলেদের পর এবার মেয়েদের এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার। ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে গতকাল (শনিবার) মধ্যরাতে ফাইনালের মহারণে নেমেছিল ব্রাজিল-কলম্বিয়া। এই ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। এরপর পাল্টা লড়াইয়ে ম্যাচে ফেরে সেলেসাওরা। অতিরিক্ত সময়ের খেলায় ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ান মেয়েরা। ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়েছে।

এর আগে ৮ গোলের ম্যাচটিতে ব্রাজিলের পক্ষে কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া এবং অ্যাঞ্জেলিনা, আমান্দা একটি করে গোল করেন। বিপরীতে কলম্বিয়ার পক্ষে একবার করে স্কোরশিটে নাম তোলেন লিন্ডা কাইসেদো মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। তাদের আরেকটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী অবদানে। ম্যাচজুড়ে বল দখল ও শটে অবশ্য আধিপত্য ছিল সেলেসাও মেয়েদের। ৬০ বলের পজেশন ছাড়াও ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে।

নারী ফুটবলে ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা অবশ্য এই ম্যাচেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ৮২ মিনিটে মাঠে নেমেই ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেন তিনি। ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোলই মূলত ব্রাজিলকে ফাইনালে প্রথমবার লিড পাইয়ে দেয়। যদিও ১০ মিনিট পর সেই গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় কলম্বিয়া। শেষ পর্যন্ত অবশ্য ৩৯ বছর বয়সী অন্যতম বিশ্বসেরা তারকারই জয় হয়েছে। অথচ প্যারিস অলিম্পিকের পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন মার্তা, কোচ আর্থুর ইলিয়াস ও ব্রাজিলের প্রয়োজনে খেলছেন এখনও

আর ভুল করতে চায় না আর্জেন্টিনা

 

এক যুদ্ধ শেষ। এবার আরেক যুদ্ধে নামার অপেক্ষা। এ যাত্রায় দ্বিতীয় সুযোগ আসবে না কোনোভাবেই। গ্রুপপর্ব শেষে লড়াইটা এখন নকআউটে। অর্থাৎ হারলেই বাদ। তাই আর ভুল করতে চায় না আর্জেন্টিনা।

 

ভুল দিয়েই বিশ্বকাপ দিয়ে শুরু করেছে লা আলবিসেলেস্তেরা। তাদের পা ফসকায় সৌদি আরব ম্যাচে। অপ্রত্যাশিত হার স্তব্ধ করে দিয়েছিল আর্জেন্টিনা শিবির। যেখানে খুশি ফিরেছে গ্রুপপর্বের শেষ ম্যাচে। বুধবার (৩০ নভেম্বর) রাতে পোল্যান্ড ম্যাচেও আবার দাগ কেটে গেছে লিওনেল মেসির পেনাল্টি মিস।

 

 

যাই হোক সব ভুল ছাপিয়ে এখন শেষ ষোলোতে আর্জেন্টিনা। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়াকে। শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় বিন আলি স্টেডিয়ামে দেখা হবে দুই দলের। অর্থাৎ দুই যুদ্ধের মাঝে মাত্র দুই দিনের যুদ্ধবিরতি পেয়েছেন মেসিরা।

 

অল্প সময়ের প্রস্তুতিতেই শিষ্যদের সেরা অবস্থানে রাখতে চান লিওনেল স্কালোনি। আর এজন্য সবার প্রথম অস্ট্রেলিয়াকে নিয়ে পড়াশোনা করবেন তিনি এবং তার সহকর্মীরা। স্কালোনি বলেছেন, ‘আমাদের প্রতিপক্ষকে বিশ্লেষণ করতে হবে, কীভাবে তাদের আঘাত করা যায় সে সম্পর্কেও আমাদের ভাবতে হবে।’

 

 

একই সঙ্গে শিষ্যদের আগেই সতর্ক করে রাখলেন আর্জেন্টাইন কোচ, ‘সব দল কঠিন, আমরা সৌদি আরবের বিপক্ষে তা দেখেছি। আপনি যদি মনে করেন অস্ট্রেলিয়া সহজ হবে, তবে আপনি ভুল করছেন। এই বিশ্বকাপে কঠিন দলের বিপক্ষে জয়লাভ করে তারা তাদের শক্তি দেখিয়েছে।’

 

সতর্ক থাকছেন মেসিও। পোল্যান্ড ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি খুব কঠিন হতে চলেছে। আমাদের সব সময়ের মতোই সেরা উপায়ে খেলাটির জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে হবে।’

 

খুদেরাজ যোগ করেন, ‘এখন আরেকটি বিশ্বকাপ শুরু হবে এবং আশা করছি আমরা আজ (বুধবার) রাতে যা করেছি তা বজায় রাখতে পারব।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম