গাজীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারলেন স্বামী

গাজীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারলেন স্বামী

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (৩ আগস্ট) ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে স্ত্রীকে ঘরের ভেতরে রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গৃহবধূর শরীর।

নিহত মারুফা আক্তার ইন্দ্রপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। মিজান একই গ্রামের সুলতান উদ্দিন এর ছেলে। সে পেশাই ওষুধ ব্যবসায়ী। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। নিহত মারুফার ছোট বোন কুলছুম আক্তার জানান, মিজানুর রহমান তার বোন মারুফা আক্তারকে তিন বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। মারুফা স্থানীয় মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। বেতনের টাকা তার স্বামীকে না দিলে তাকে মারধর করতো। গত এক সপ্তাহ যাবত মারুফাকে তার স্বামী ঘরের তালা দিয়ে রাখতো। তাকে কোথাও বের হতে দিত না।

তিনি দাবি করেন ঘটনার ৩-৪ দিন আগে মারুফাকে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে মরদেহ ঘরের মেঝেতে ফেলে রাখে । রোবর ভোর ৩টার দিকে ঘরের আসবাবপত্রে আগুন দিয়ে বাহির থেকে ঘরে তালা দিয়ে স্বামী পালিয়ে যায়। হত্যার ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য তার স্বামী তাকে হত্যার পর আগুনে পুড়িয়ে পালিয়ে যায়। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আনুমানিক রাত আড়াইটার দিকে স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় স্বামী। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা কাজ করছেন। স্বামীকে গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

পাবনা সংবাদদাতা:

পাবনার বেড়ায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সাড়ে ১১টার দিকে বেড়া পৌর মহল্লার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বেড়া পৌর সদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে মস্তাকিন (২১)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বেড়া দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটি ট্যাংকি নির্মাণ করা হয়েছিল। সেই সেপটি ট্যাংকির নির্মাণসামগ্রী অপসারণ করতে নেমে ৪ জন শ্রমিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রবিউল ইসলামের একজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সেপটি ট্যাংকির শাটার খুলতে গিয়ে ২ জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বেড়া মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের হচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি