শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট:

জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের ছাত্র সমাবেশে যোগ দিতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল থেকেই মঞ্চসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ছাত্রদল। যদিও সকালের দিকে নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। সমাবেশ সফল করতে সংগঠনের পক্ষ থেকে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে শাহবাগে অবস্থান নিয়েছেন। সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে ভাড়া করা হয়েছে দুটি বিশেষ ট্রেন।

দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সরাসরি উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদল ছয় দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে

কোনো ধরনের ব্যানার ফেস্টুন বা প্ল্যাকার্ড না আনা সমাবেশ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিটের অবস্থান নিশ্চিত করা, জরুরি সেবায় নিয়োজিত পরিবহন চলাচলে সহায়তা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ইউনিটের গাড়ি প্রবেশ না করানো, ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিষিদ্ধ, সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে যাওয়া। সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে। নিরাপত্তা নিশ্চিতে শাহবাগের বিভিন্ন প্রবেশমুখ ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, সমাবেশ শুরুর আগে কোনো ইউনিট যেন আগেভাগে সমাবেশস্থলে না আসে।

৪ঠা মার্চ পদযাত্রা সফল করতে ছাত্রদল ঢাকা মহানগর উওরের সমন্বয়ক টিম গঠিত

 

রকি পাটওয়ারীঃ
দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কতৃক আয়োজিত ৪ঠা মার্চ থানায়,থানায় পদযাত্রা সফল করার লক্ষ্যে ছাএদল ঢাকা মহানগর উওরের সভাপতি মেহেদী হাসান রুয়েল ও সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে সমন্বয়ক টিম গঠিত।
টিম-(ক)
০১।মোঃরাজিব আহমেদ,সিনিয়র সহ সভাপতি ছাএদল ঢাকা মহানগর উওর,দায়িত্ব প্রাপ্ত থানা,খিলক্ষেত থানা,উওরা পর্ব থানা,উওরা পশ্চিম থানা,তুরাগ থানা।
০২।মোঃরবি ভূইয়া,যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল,দায়িত্ব প্রাপ্ত থানা বিমানবন্দর থানা,উওরখানা থানা,দক্ষিনখান থানা।
টিম -(খ)
০৩।মোঃমনিরুজ্জামান মনির,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল।দায়িত্ব প্রাপ্ত থানা,তেজগাঁও থানা,শেরেবাংলা নগর থানা,তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
টিম -(গ)
০৪।সালাউদ্দিন আহম্মেদ,সহ-সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর উওর,দায়িত্ব প্রাপ্ত থানা,গুলশান থানা,বনানী থানা,ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানা।
টিম-(ঘ)
০৫।সাগর আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল।দায়িত্ব প্রাপ্ত থানা,বাড্ডা থানা,ভাটারা থানা,রামপুরা থানা,হাতিরঝিল থানা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান