ছয় বগির বিশেষ ট্রেনে যাত্রী মাত্র ১৭ জন

ছয় বগির বিশেষ ট্রেনে যাত্রী মাত্র ১৭ জন

ফরিদপুর সংবাদদাতা:

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে রাজধানীমুখী আটটি বিশেষ ট্রেনের একটি ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায়।তবে ৬৭৬ আসনের সেই ট্রেনে যাত্রী ছিলেন মাত্র ১৭ জন।ভাঙ্গার স্টেশন মাস্টার জিল্লুর রহমান বলেন, বিশেষ ট্রেনটি সাড়ে ১১টায় ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় ট্রেনে যাত্রী ছিলেন ১৭ জন। ছয় বগির ওই ট্রেনে আসনসংখ্যা ৬৭৬।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশনমাস্টার জিল্লুর রহমান জানান, ট্রেন ছাড়ার আগে কারও সঙ্গে কোনো সমন্বয় হয়নি। যাত্রী সংকটের মধ্যেই নির্ধারিত সময়ে ট্রেনটি ছেড়ে যায়। সন্ধ্যা সাতটায় ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফিরে এসে রাত সাড়ে ৮টার দিকে ভাঙ্গা পৌঁছানোর কথা রয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সম্মেলনে কমিটি ঘোষণা ও স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজেস্ব প্রতিবেদকঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সম্মেলনে কমিটি ঘোষণা অনুমোদন ও ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণিকা মোড়ক উন্মোচন।
(৫ ডিসেম্বর ২০২৪) মঙ্গলবার বিকেলে জমজম টাওয়ার গোল্ডেন স্পুনের কনভেনশন হল রুমে কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি তে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশীদ শাঈন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা প্রধান উপদেষ্টা ও সিটিভি নিউজ২৪ সম্পাদক ওমর ফারুকী তাপস,উপদেষ্টা ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন,
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহাবুব আলম চপল,ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোঃ শিপন মিয়া।বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা রবিউল হক শামীম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন,আব্দুল আউয়াল সরকার,ফেরদৌস মাহমুদ মিঠু,মোঃ মনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইকবাল হোসেন,মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন এনসি জুয়েল,আয়শা আক্তার,বুড়িচং উপজেলা সভাপতি সৌরভ মাহমুদ হারুন ও সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, ব্রাহ্মণপাড়া সভাপতি হারুন অর রশিদ,সাবেক সভাপতি সাইফুল ইসলাম,দেবিদ্বার উপজেলা সভাপতি ময়নাল হোসেন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর,বরুড়া উপজেলা সভাপতি এম এ কুদ্দুছ মজুমদার, সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির,মুরাদনগর উপজেলার সভাপতি এ.কে.আই জাবেদ,মোঃ রায়হান চৌধুরী। উক্ত সম্মেলনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন সহ ৪১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন