১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

১২ দলীয় জোটের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুক্রবার

ডেস্ক রিপোর্ট:

বিএনপির যুগপৎ আন্দোলনের মিত্র ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এই তথ্য জানান। তিনি বলেন গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের সময়সীমা ঘোষণার পর ১২ দলীয় জোটের সঙ্গে প্রথম বৈঠক করবেন তারেক রহমান।

আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান

ডেক্স রিপোর্ট :

রোববার (১৯ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন  রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশটাকে অস্থিতিশীল করতে পারে এবং তারা ফিরলে কোনো অভিযোগকারীরও ক্ষমা পাওয়ার আশা থাকবে না।রাশেদ খান বলেন, আওয়ামী লীগকে যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করা না যায়, তাহলে আবারও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে। সেই পরিস্থিতিতে যারা এখন ক্ষমা করে দিচ্ছে, ভবিষ্যতে হাসিনার পা ধরেও মাফ পাবেন না।রাশেদ খান আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচনী বাধা তৈরির পরিকল্পনা করছে। তিনি ভীতি প্রকাশ করে বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে বাধা দিলেই দেশে আরেকটি ২০০৭ এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রাশেদ খান বলেছেন, বর্তমান সময় একতাবদ্ধ থাকার সময় না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের