
ডেস্ক রিপোর্ট:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ইতোমধ্যে এডাল্টিসাইডিংয়ে ব্যবহৃত কীটনাশকের দৈনিক পরিমাণ মেশিন প্রতি ৩০ লিটার থেকে বৃদ্ধি করে ৬০ লিটারে উন্নীত করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের পূর্বে খাল জলাশয় ও নদর্মা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জলাবদ্ধতার হটস্পট চিহ্নিতপূর্বক তা নিরসনে বিশেষ পরিকল্পনা গৃহীত হয়েছে।
তিনি বলেন প্রত্যাশিত ও যুগোপযোগী নাগরিক সেবা প্রদানের জন্যে প্রয়োজন দক্ষ জনশক্তি। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাৎসরিক ৬০ জনঘণ্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং সিফরসি প্রকল্পের প্রশিক্ষণের ফলপ্রসূ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যে ডি-নথি চালুকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।