মশার কীটনাশক মেশিন বাড়িয়ে ৬০ লিটারে করল ডিএসসিসি

মশার কীটনাশক মেশিন বাড়িয়ে ৬০ লিটারে করল ডিএসসিসি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, মশক নিধন এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ইতোমধ্যে এডাল্টিসাইডিংয়ে ব্যবহৃত কীটনাশকের দৈনিক পরিমাণ মেশিন প্রতি ৩০ লিটার থেকে বৃদ্ধি করে ৬০ লিটারে উন্নীত করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান জনসচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও অঞ্চলভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসনে বর্ষা মৌসুমের পূর্বে খাল জলাশয় ও নদর্মা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং জলাবদ্ধতার হটস্পট চিহ্নিতপূর্বক তা নিরসনে বিশেষ পরিকল্পনা গৃহীত হয়েছে।

তিনি বলেন প্রত্যাশিত ও যুগোপযোগী নাগরিক সেবা প্রদানের জন্যে প্রয়োজন দক্ষ জনশক্তি। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাৎসরিক ৬০ জনঘণ্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং সিফরসি প্রকল্পের প্রশিক্ষণের ফলপ্রসূ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কাজে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যে ডি-নথি চালুকরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

 

কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী পাড়ার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু রয়েছে। উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তারা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে তাদের জড়ো করে দালাল চক্র। পরে তাদের জিন্মি করে মুক্তিপণ দাবি করে চক্রটি। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

সবা:স:জু- ৩৪৬/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি