সৈকতে ভেসে এলো ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ

সৈকতে ভেসে এলো ট্রলার সঙ্গী নিখোঁজ জেলের মরদেহ

পটুয়াখালী সংবাদদাতা:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলারসহ এক জেলের মরদেহ। এসময় কুয়াকাটা সৈকতে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় পর্যটকদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে নৌ পুলিশের মাধ্যমে মরদেহটি শনাক্ত করে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ওই ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা ওই জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেছে তার জামাতা সাগর ইসলাম। মৃত জেলে ইদ্রিস হাওলাদারের জামাতা সাগর ইসলাম বলেন আমার শ্বশুর বহু বছর ধরে জেলে পেশার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। গত মাসের ২৫ তারিখ সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। এতদিন আমরা তার অপেক্ষায় ছিলাম। আমার স্ত্রীসহ শ্বশুর বাড়ির সবাই এতদিন অনেক কান্নাকাটি করেছে তবে এভাবে তাকে পাব আমরা আশা করিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। সমুদ্রে ৪ দিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত ১ আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ওই ঘটনায় এখানে নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন মরদেহসহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে তার পরিবারের লোকজন তাকে শনাক্ত করেছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া এবং পরবর্তী সব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নারী-শিশুসহ বেনাপোল সীমান্তে আটক ৯ অনুপ্রবেশকারী

স্টাফ রিপোর্টার:

বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার বিকালে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের জেলেপাড়া পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃরা হলেন— নড়াইলের নড়াইল উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন মোল্লা (২৭ ), কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইদুল ইসলাম (২৭), মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের শিমুল হোসেন ( ৩২), যশোরের কেশবপুর উপজেলার করিমন বিবি (৫০), নড়াইল উপজেলার ছোট বাগডাঙ্গা গ্রামের জান্নাত (২৪), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের বন্যা খাতুন (২২), একই উপজেলার বাগডাঙ্গা গ্রামের সোহাগী (২), নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের হালিমা খাতুন (৪) ও নড়াইল উপজেলার আমবাড়ি গ্রামের সোয়াইফা (৬০)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোলের ধান্যখোলা ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল গনি জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের বিজিবির টহলদল তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম