বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর জন্মজয়ন্তি উদযাপন

বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর জন্মজয়ন্তি উদযাপন

পাবনা সংবাদদাতা:

সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ১৫৭তম জন্মজয়ন্তি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) চাটমোহর উপজেলার হরিপুরে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় জন্মজয়ন্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ। অনুষ্ঠানমালায় ছিলো র‌্যালী, কেককাটা, কৃতি শিক্ষার্থীদের সম্মননা প্রদান ও প্রমথ চৌধুরীর জীবনী ও সাহিত্য নিয়ে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধিজনের সমন্বয়ে বের হয় বর্নাঢ্য র‌্যালী। র‌্যালীটি হরিপুর বাজার ও আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় গিয়ে শেষ হয়। পরে কেককেটে ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, হরিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ খলিলুর রহমান, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কফিল উদ্দিন, ছাইকোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, সহকারী অধ্যাপক বজলুর রহমান, ডাঃ এস এম আতিকুল আলম,মোঃ শাহজাহান আলী, প্রমথ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক নবীন চন্দ্র পাল, সিনিয়র সহ-সভাপতি আঃ মমিন সরকার প্রমূখ।

হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে

আলী রেজা রাজু:

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের চান্দলিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘু পরিবারের উপরে স্থানীয় বিএনপির নেতারা মারধরের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতা মুরাদ হোসেন ও তার সহযোগী আমির হোসেন, শাওন নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায়(১১ নভেম্বর) রাতে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী মা চন্দনা রানী ঘোষ । অভিযোগ দায়ের করার পর থেকেই হিন্দু ধর্মাবলি সংখ্যালঘু পরিবার ও তার আশপাশের বাড়ির লোকজনদের হিন্দু ধর্মাবলি সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সাহায্য করার কারণে বিএনপি নেতা মুরাদ নানা রকম গালাগালি ও জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে।

ভূক্তভোগী মা চন্দনা রানী ঘোষ জানান, আমার ছেলে শয়ন চান্দলিয়া রাস্তায় ঘুরতে বের হইলে হঠাৎ বিএনপির নেতা মুরাদ ও তার লোকজন আমার ছেলের পথ আটকাইয়া আমার ছেলেকে মারধর করিয়া জোরপূর্বক চান্দলিয়া রফিকের দোকানের পিছনে নিয়া যায়। মুরাদের লোকজন আমার ছেলের হাত, পা বেধে লোহার রড ও লাঠি সোটা দিয়া এলোপাতাড়ী পিটাইয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফোলা জখম করে। একপর্যায়ে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আসলে মুরাদের লোকজন তাকে ছেড়ে দেয়। এলাকাবাসী ভূক্তভোগী শয়ন কে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ভর্তি করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগেরষ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান