সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের

সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার স্বাধীন।

শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে গাজীপুর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এ তথ্য জানিয়েছেন।

কোম্পানি কমান্ডার জানান, স্বাধীন এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ; তারা বাসন থানায় রয়েছেন।

এর আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।

রক্ষকই যখন ভক্ষক

স্টাফ রিপোর্টার: 

নড়াইলে অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধারের পর নিজ বাড়িতে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন কালিয়া থানার এসআই মো. আশিকুজ্জামান।

স্বজনরা জানান, নির্যাতিতা কিশোরী ২৭ অক্টোবর অপহৃত হন। এরপর তার বাবা কালিয়া থানায় অপহরণ মামলা করলে তদন্তকারি কর্মকর্তা এসআই আশিকুজ্জামান ৫ ডিসেম্বর সাভারের আশুলিয়া থেকে তাকে উদ্ধার করে নিজ বাড়ি গোপালগঞ্জে রাখেন। সেখানেই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে জানান ওই কিশোরী।

শনিবার রাতে নড়াইলের কালিয়া থানার আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরীর কাছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জবানবন্দী দেয় নির্যাতিতা কিশোরী। তবে অভিযুক্ত এসআই আশিকুজ্জামান অভিযোগ অস্বীকার করেছেন।

কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে জানিয়ে বলেন, দ্রুতই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হবে।

 

সবা:স:জু-২২৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি