যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেনি ভারত

যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেনি ভারত

আন্তর্জাতিক রিপোর্ট:
অতিরিক্ত শুল্কের জেরে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান কেনা বন্ধ করছে ভারত, এমন শিরোনামে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হয়। তবে, বিষয়টিকে মিথ্যে বলে আখ্যা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ওয়াশিংটনের সঙ্গে চলমান অস্ত্র ও যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া পূর্বনির্ধারিত সূচি মেনেই এগুচ্ছে এবং মার্কিন শুল্ক নীতি এ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলেনি।

শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো, এমন দাবি করছে ওয়াশিংটন। এর জেরে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত শুল্কের পর ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ কর দিতে হবে ব্যবসায়ীদের।
শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, অস্ত্র ও বিমান কেনার জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল। কিন্তু, অতিরিক্ত শুল্কের জেরে প্রতিরক্ষামন্ত্রীর সম্ভাব্য ওয়াশিংটন সফর স্থগিত রেখেছে। কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সব চুক্তি পরিকল্পনা মতোই এগুচ্ছে। বর্তমানে প্রায় ২০টি মার্কিন অস্ত্র-চুক্তি বাস্তবায়নের পথে।

গাজা-লেবাননে প্রাণহানি ৪৮ হাজার ছাড়াল

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত আছে।

দখলদার দেশটির হামলায় সোমবার লেবাননে আরো ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। এছাড়া গাজাতেও নতুন করে প্রাণহানির খবর এসেছে। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এই দুই দেশে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। খবর আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলায় বিধ্বস্ত স্থাপনার নিচে এখনো অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

অন্যদিকে গাজা শহরে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  উত্তরাঞ্চলীয় শহরটিতে তিনটি মারাত্মক ইসরায়েলি হামলা হয়েছে। আজ-জারকা এলাকায় হামলায় নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে হামলায় তিনজন এবং জেইতুন এলাকায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

 

সবা:স:জু-১৯০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি