এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন

এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট:

আগামী তিন মাস কিংবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সমন্বয় কমিটিতে মীর আরশাদুল হককে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হলেন- মোহাম্মদ এরফানুল হক, আরিফ মঈনুদ্দিন, মো. রাফসান জানি রিয়াজ, মীর মোহাম্মদ শোয়াইব, মো. জসিম উদ্দিন ওপেল, জোবাইর হোছেন, মুহাম্মদ সাঈদুর রহমান, নিজাম উদ্দিন।

সদস্যরা হলেন- মোহাম্মদ ফরহাদুল আলম সবুজ, মোহাম্মদ বেলাল হোসেন, সাদিয়া আফরিন, সাহেদ ইকবাল চৌধুরী, রকিবুল হাসান, মোহাম্মদ সোহরাব চৌধুরী, মোহাম্মদ রিদুয়ান কাদের, লুৎফুর রহমান রোহান, এডভোকেট আবির মুহাম্মদ, মেহেদী হাসান জনি, সুব্রত পাল, ইফহামুল হক আশেক, সৈয়দ এহছানুল হক, মো. আজগর আলী (আশিক), ডা. মাহতাব উদ্দিন আহমদ, মো. এমদাদুল হক, মো. মিজানুর রহমান (নোবেল), মোহাম্মদ আজাদ, হৃদয় দত্ত, আকরাম হোসাইন বাপ্পি, মুহাম্মদ ইসমাঈল শরীফ, তাহজিব চৌধুরী ও রুহুল আমিন প্রমুখ।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার: 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। নিম্নে আহ্বায়ক কমিটি উল্লেখ করা হলো-

১. রফিকুল আলম মজনু (আহ্বায়ক)
২. হারুনুর রশিদ হারুন (যুগ্ম আহ্বায়ক)
৩. আ. ন. ম সাইফুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক)
৪. লিটন মাহমুদ (যুগ্ম আহ্বায়ক)
৫. আব্দুস সাত্তার (যুগ্ম আহ্বায়ক)
৬. এস. কে সেকান্দার কাদির (যুগ্ম আহ্বায়ক)
৭. মনির হোসেন চেয়ারম্যান (যুগ্ম আহ্বায়ক)
৮. মীর হোসেন মীরু (যুগ্ম আহ্বায়ক)
৯. সাইদুর রহমান মিন্টু (যুগ্ম আহ্বায়ক, দপ্তরে নিয়োজিত)
১০. অ্যাডভোকেট মকবুল হোসেন সরদার (যুগ্ম আহ্বায়ক)
১১. গোলাম হোসেন (যুগ্ম আহ্বায়ক)
১২. ফরহাদ হোসেন (যুগ্ম আহ্বায়ক)
১৩. মকবুল হোসেন টিপু (যুগ্ম আহ্বায়ক)
১৪. মজিবুর রহমান মজু (যুগ্ম আহ্বায়ক)
১৫. তানভীর আহমেদ রবিন (সদস্য সচিব)
১৬. ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (সদস্য)
১৭. ফরিদ উদ্দিন (সদস্য)
১৮. অ্যাডভোকেট ফারুকুল ইসলাম (সদস্য)
১৯. শরীফ হোসেন (সদস্য)
২০. মোহাম্মদ আলী চায়না (সদস্য)
২১. আরিফুর রহমান নাদিম (সদস্য)
২২. লতিফ উল্লাহ জাফরু (সদস্য)
২৩. আনোয়ার পারভেজ বাদল (সদস্য)
২৪. কে. এম জুবায়ের এজাজ (সদস্য)
২৫. আকবর হোসেন ভূইয়া নান্টু (সদস্য)
২৬. সাইদ হাসান মিন্টু (সদস্য)
২৭. উমর নবী বাবু (সদস্য)
২৮. সাইফুল্লাহ খালেদ রাজন (সদস্য)
২৯. ফজলে রুবায়েত পাপ্পু (সদস্য)
৩০. আরিফা সুলতানা রুমা (সদস্য)
৩১. নাদিয়া পাঠান পাপন (সদস্য)
৩২. নাছরিন রশিদ পুতুল (সদস্য)
৩৩. লোকমান হোসেন ফকির (সদস্য)
৩৪. জুম্মন মিয়া (চেয়ারম্যান) (সদস্য)
৩৫. অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী (সদস্য)
৩৬. হাজী নাজিম (সদস্য)
৩৭. আলমগীর হোসেন (সদস্য)
৩৮. রাইসুল হাসান হবি (সদস্য)
৩৯. মো. হামিদুল হক (সদস্য)
৪০. সফিউদ্দিন আহমেদ সেন্টু (সদস্য)
৪১. অ্যাডভোকেট হোসেন আলী (সদস্য)
৪২. ইসমাইল তালুকদার খোকন (সদস্য)
৪৩. আনোয়ার হোসেন সরদার (সদস্য)
৪৪. আনোয়ারুল কবির (সদস্য)
৪৫. মামুন হোসেন (সদস্য)
৪৬. জাফর আহমেদ (সদস্য)
৪৭. তোফায়েল আহমেদ (সদস্য)
৪৮. মোফাজ্জল হোসেন (সদস্য)
৪৯. হাজী মোজাম্মেল হক (সদস্য)
৫০. হাজী জাকির হোসেন (সদস্য)
৫১. কাবিরুল হায়দার চৌধুরী (সদস্য)
৫২. আবুল হাশেম (সদস্য)
৫৩. শামসুন নাহার (সদস্য)
৫৪. খাজা হাবীব (সদস্য)
৫৫. মোয়াজ্জেম হোসেন (সদস্য)
৫৬. মো. উজ্জল মিয়া (সদস্য)
৫৭. নুরুল কাদের নাসিম (সদস্য)
৫৮. মো. নাসিমুল গণি খান (সদস্য)
৫৯. মোজাম্মেল হক মজু (সদস্য)
৬০. মো. আকতার হোসেন (সদস্য)
৬১. মো. আলম মৃধা সদস্য

 

সবা:স:জু-২৪৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম