সিরাজগঞ্জে বিএনপির ২৪০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুর ও বেলকুচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ২৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

বুধবার (৩০ নভেম্বর) সকালে বাদী হয়ে এনায়েতপুর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফাজ উদ্দিন বেপারী। এর আগে রবিবার (২৯ নভেম্বর) রাতে বাদী হয়ে বেলকুচি থানায় পৃথক মামলা দায়ের করেন বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস।

 

এনায়েতপুর থানায় মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেজির মোড় যাচ্ছিলেন মামলার বাদী আফাজ উদ্দিন বেপারী। মন্ডলপাড়া নিরাময় ক্লিনিক পার করার আগেই সড়ক সংলগ্ন পশ্চিমের বাগানের কাছে পৌঁছানোমাত্রই আগে থেকে ওত পেতে থাকা বিএনপির নেতা-কর্মীরা তাদের লক্ষ্য করে পরপর ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় হামলা ও ভাঙচুর চালায়। এতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পৌঁছে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

অপরদিকে রবিবার রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মুকুন্দগাতি ফেরার পথে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের আদাচাকি গ্রামে ছাত্রলীগের নেতা-কর্মীদের উপর ককটেল বিস্ফোরণ ও হামলা করে বিএনপি-ছাত্রদলের নেতারা। এ ঘটনায় রাতেই বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা শতাধিক বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বেলকুচি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ উৎস হয়। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতারা পূর্ব থেকে ওত পেতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ করে বলে মামলায় উল্লেখ করা হয়।

 

এ বিষয়ে বেলকুটি থানার ওসি তাজমিলুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রধান উপদেষ্টার ভাষণ ও ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

প্রধান উপদেষ্টার ভাষণ ও ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

ডেস্ক রিপোর্ট:

জুলাই ঘোষণাপত্র এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি জানান,সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টার পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে। এতে ১৯৭১ সালের স্বাধীনতা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন স্থান পেয়েছে।

জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় প্রধান উপদেষ্টার পাশে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম