ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা মাদক অস্ত্রসহ ১ জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় নগদ টাকা মাদক অস্ত্রসহ ১ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা এলাকায় সেনাবাহিনীর অভিযানে সুমন মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পের অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ খান। আটক সুমন মিয়া ওই এলাকার সোলেমান মিয়ার ছেলে। রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী সুমন দীর্ঘদিন ধরে খাঁটিহাতা এলাকায় মাদক ব্যবসার করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা তার বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে তার কাছ থেকে নগদ ৬ লাখ ৬৩ হাজার ৪১০ টাকা, ১ হাজার ৫০ পিস ইয়াবা, ২২ বোতল এস্কাফ সিরাপ, ১০ গ্রাম গাঁজা, ছয়টি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। উদ্ধারকৃত মাদক ও টাকাসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানিয়েছে মাদক ও অস্ত্রের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান আটক মাদক ব্যবসায়ী ও উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কুমিল্লার লালমাইতে ভুয়া গাইনি চিকিৎসক খাচায় বন্দি

কুমিল্লায় ভুয়া গাইনি চিকিৎসককে জরিমানা করলেন ভ্রাম্যমান আদালত

মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি:

এমবিবিএস ডিগ্রি নেই, নেই বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন। তবুও দীর্ঘ এক দশক ধরে নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মোসা. আছিয়া আক্তার মিনু নামের এক নারী। গর্ভবতী নারীদের চিকিৎসা থেকে শুরু করে করাতেন নরমাল ডেলিভারিও।

বিষয়টি নজরে আসার পর বুধবার (৯ জুলাই) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে অভিযান চালিয়ে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

এ অভিযানে নেতৃত্ব দেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। তাকে সহায়তা করেন লালমাই আর্মি ক্যাম্প ও ভুশ্চি পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত আছিয়া আক্তার উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুশ্চি বাজার এলাকার আবদুর রশিদের মেয়ে। তিনি ভুশ্চি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পাশে ভাড়া বাসায় ‘মেসার্স সুরাইয়া মেডিকেল হল’ নামে একটি চেম্বার চালাতেন। সেখানেই চিকিৎসা দেওয়ার নামে রোগীদের কাছ থেকে ফি আদায় করতেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ভুয়া চিকিৎসক বিভিন্ন জটিল গাইনি সমস্যায় আক্রান্ত নারীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। অনেক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ কেউ স্বাস্থ্যঝুঁকিতেও পড়েছেন।

অভিযানের পর এলাকাবাসী প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম