কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাজু

কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি'র সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রাজু

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিমিতি’র মেয়াদ শেষ হওয়ায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার ১২ আগষ্ট দুপুরে রামগড় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে ‘রামগড় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’ এক জরুরী সভায় কমিটির আংশিক কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে পুনরায় ৩য় বারের মত মোঃ জসিম উদ্দিন ( শাহিন মেডিকেল হল ), সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে দেলোয়ার হোসেন রাজু ( আমিন মেডিকেল হল) রামগড় বাজার নির্বাচিত করা হয়েছে।

এছাড়া ও সহ-সভাপতি পদে ডা: মোস্তফা কামাল ( মিন্টু মেডিকেল হল ), খাগড়াবিল বাজার , সহ- সাধারণ সম্পাদক পদে আশরাফ উদ্দিন লিটন ( রাজু মেডিকেল হল ) রামগড় বাজার, কোষাধ্যক্ষ পদে আবদুল্লাহ আল মামুন ( আরজু মেডিকেল হল ), সোনাইপুল বাজার, সহ কোষাধ্যক্ষ পিয়াস ( সেবা মেডিকেল হল ), রামগড় বাজার, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম ( কাজী মেডিকেল হল ) সোনাইপুল বাজার নির্বাচিত করা হয়েছে।

জরুরি সভায় শিগ্রই ১১ সদস্যের পুর্ণাঙ্গ কমিটি গঠিত হইবে মর্মে সীন্ধান্ত নেয়া হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি