প্রেস ক্লাবের সামনে হাজারো শিক্ষকের অবস্থান, যান চলাচল বন্ধ

প্রেস ক্লাবের সামনে হাজারো শিক্ষকের অবস্থান, যান চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট:

সিলেটের কানাইঘাট থেকে আসা শিক্ষক আলী রহমান বলেন, বারবার আশ্বাস নিয়ে ফিরে গেছি। এবার আর আশ্বাসে কাজ হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকব।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। এ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি এবং বাজেটে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেওয়া হয়। বাজেটে বরাদ্দ থাকলেও এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। এ জন্য জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছিল, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

খিলক্ষেত থেকে কৃষক লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার।এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই দাবিগুলো জানিয়ে আসছি। ২০১৮ সালে সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টাও আমাদের আশ্বাস দিয়েছেন। তবে বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি নেই। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি। অথচ আমরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছি।

তিনি আরও বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা একযোগে দাবি তুলে ধরব এবং প্রয়োজনে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করব। এটা শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। আমরা চাই সরকার অবিলম্বে প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ দিক। যদি এবারও দাবি পূরণ না হয়, তবে আমরা আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।

এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে রিজভীর কাছে অভিযোগ, অনুসারীর বিরুদ্ধে জিডি

নিজস্ব প্রতিবেদক:

শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।

১২ অক্টোবর জমা দেওয়া অভিযোগে বলা হয়, এস এম জাহাঙ্গীর এর নির্দেশনায় উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কর্তৃক উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল কে শারীরিক লাঞ্ছিত করা হয়েছে।

মোঃ মোস্তফা কামাল লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত শনিবার (১২ অক্টোবর) উত্তরখান ময়না টেকে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. মঈন খান। কিন্তু দুঃখের বিষয় ড. মঈন খানের ব্যানার লাগানোর সময় উত্তর খান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালকে উত্তরখান থানা যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। যার সরাসরি নির্দেশদাতা এস এম জাহাঙ্গীর। ইতিমধ্যে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়াদি জাতীয় পত্রিকা গুলোতে বিশেষভাবে ফুটে উঠেছে। ইতিপূর্বে এস এম জাহাঙ্গীরের চাঁদাবাজি ও সন্ত্রাসী বাহিনীর কয়েকজন সদস্য কে যৌথবাহিনী গ্রেফতার করেছে এবং তার অন্যতম সদস্য কেশিয়ার মোহাম্মদ আজমল হুদা মিঠু উত্তরা পশ্চিম থানা যুগ্ম আহ্বায়ক থাকা সত্ত্বেও বিএনপি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ওই প্রোগ্রামে তার এই চাঁদাবাজির কথা বলার কারণে এস এম জাহাঙ্গীরের নির্দেশে জাহাঙ্গীর বেপারী আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এদিকে, উক্ত বিষয়ে রাজধানীর উত্তর খান থানায় সাধারণ ডায়েরি করেছেন মোঃ মোস্তফা কামাল। সাধারণ ডায়েরিতে মোঃ জাহাঙ্গীর বেপারী ও মোঃ মোমেন বেপারীকে বিবাদী করা হয়। এতে বলা হয়, মৈনারটেক পূজা মন্দিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের আগমন উপলক্ষ্যে আমি ও আমার ননীয় নেতা কর্মীসহ উপস্থিত হইলে ১নং ও ২ নং বিবাদী আমাকে কিল-ঘুষি ও চড় থাপ্পড় মারে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকি প্রদর্শন করেন। জিডি ট্র্যাকিং নং EOTVOR জিডি নং: ৫৩৫ তারিখ: ১৪/১০/২০২৪ইং।

এসআই (নিরস্ত্র) মোঃ আবদুস ছালামকে এই ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন উত্তর খান থানা মোঃ মোস্তফা কামাল খাঁন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা