ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রী নিখোঁজ

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় অবস্থিত ত্রিমোহনী ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজ ছাত্রী। শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নান্দুয়া সাঙ্গুন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কলেজ ছাত্রীর নাম লামিয়া আফরোজ (১৮)। তিনি নান্দুয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে লামিয়া একাই হেঁটে ব্রিজে আসেন এবং ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে প্রায় ১০ মিনিট আশপাশে তাকিয়ে থাকেন। এরপর হঠাৎ করেই তিনি নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে পাশেই থাকা কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও নদীতে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল, যারা দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুরে শ্রীপুরের বর্মির ত্রিমোহনী এলাকায় সুতিয়া নদীতে ব্রিজের উপর থেকে লামিয়া নামে এক কলেজ ছাত্রী ঝাঁপ দেয়। খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। নিখোঁজ ছাত্রীর সন্ধানে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনা জানাজানি হলে নিখোঁজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও শত শত স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান নদীর তীরে। কেন তিনি এমন ঘটনা ঘটালেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চিত্র নায়ক অনন্ত জলিলের পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর

স্টাফ রিপোর্টার: 

আলী রেজা রাজু,সাভার(ঢাকা)সাভারের হেমায়েতপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে হেমায়েতপুর সিংগাইর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের হাজার হাজার শ্রমিক। বিক্ষুব্ধ শ্রমিকরা দাবি আদায়ে কারখানায় ভাঙচুরসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে।

প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অনুরোধে রাস্তা ছেড়ে দেন শ্রমিকরা। তবে এখনো শ্রমিকরা কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় নির্ধারিত সময়ে এক মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা আন্দোলনে নেমেছেন। এছাড়া কারখানার স্টাফদের তিন মাসের বেতন বকেয়া থাকায় তারাও আন্দোলনে যোগ দিয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত শ্রমিকরা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

সবা:স:জু-১০৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের