সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ গ্রেপ্তার ৮ জন

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএসসহ গ্রেপ্তার ৮ জন

মানিকগঞ্জে সংবাদদাতা:

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনার রহমান ওরফে সেলিমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৩ আগস্ট) দিনভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ। ৪২ ধরনের সুবিধা ছাড় পাবে সরকারি কর্মচারীরা৪২ ধরনের সুবিধা ছাড় পাবে সরকারি কর্মচারীরা গ্রেপ্তাররা হলেন মানিকগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া।

ওসি আমান উল্লাহ জানান, ১৫ আগস্ট উপলক্ষ্যে সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম করার পাঁয়তারা করছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাদের সকলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আসামিদের আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

হাওড় ভ্রমণে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম

রিমি সরদারঃ
গত ১৮ ই সেপ্টেম্বর শনিবার ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত হয় “হাওড় ভ্রমণ “।

হাওর বিলাসে উপস্থিত ছিলেন
ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সভাপতি এবং সাংবাদিকদের প্রানের মানুষ কুদ্দুস আফ্রাদ, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সহ-সভাপতি এম এ কুদ্দুস, কবি এবং সাংবাদিক ব্যক্তিত্ব কোষাধক্ষ্য আশরাফুল আলম, জনকল্যাণ সম্পাদক এবং বিশিষ্ট নারী সাংবাদিক সোহেলী চৌধুরী, নির্বাহী সদস্য ইব্রাহিম খলিল খোকন।

ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি, তথ্য ও প্রচার সম্পাদক এম শিমুল খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান অপূর্ব সহ আরো অনেকে। সকাল ৭ঘটিকায় জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে দলটি। পথে কিছুটা বিরতি নিয়ে দুপুর ১২টার দিকে যথাস্থানে পৌছায়। এরপর তিনটি সুসজ্জিত ট্রলারে তারা নৌ ভ্রমণ করে। দেশীয় বিভিন্ন ফোকগানের সাথে একসময় সবাই মেতে উঠে নির্মল আনন্দে।চারদিকে হাওরের স্বচ্ছ পানির সাথে প্রকৃতির রূপ আর দেশীয় গানের মাদকতা সবাইকে মুগ্ধ করে। এরপর দুপুরের খাবারের নানা দেশীয় মাছের স্বাদে ভ্রমণটি আরো আর্কষিত হয়। ভোজনবিলাস এর সহায়ক ছিলেন ধলা ইউনিয়ন তাড়াইল কিশোরগঞ্জ এর সম্মানিত চেয়ারম্যান মবিন। অবশেষে যোগ হয় মহামান্য রাস্ট্রপতির বাড়ি আর নিকলী মিঠামইনের অপার সৌন্দর্য। রোদ- বৃষ্টির খেলাতে মিঠামইনের সৌন্দর্য্য যেন নতুন বাংলাদেশ কেই মেলে ধরেছে সবার নজরে। খুব সহজেই দেশের উন্নয়নের অবকাঠামো ধরা দেয় সবার কাছে। এক নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে সন্ধ্যা ৭টায় সাংবাদিক ফোরামের সদস্যরা চিরচেনা ঢাকার দিকে রওনা দেন।
আগামী প্রজন্মের কাছে সাংবাদিকতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী সম্মানজনক একটি পেশা হিসাবে উপস্থাপন করাই সংগঠন এর মূল উদ্দেশ্য।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ