মির্জা ফখরুল-আব্বাস গ্রেফতার: ডিবি প্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক॥

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে ডিবি।

ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করেছি।

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় সোয়া ৩টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান।

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন ময়নুল ইসলাম 

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. ময়নুল ইসলাম। বুধবার (৭ আগস্ট) তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) কর্মরত ছিলেন।

গত ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ময়নুল ইসলাম ১৯৯১ সালের ২০ জানুয়ারি বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি একজন পেশাদার ও দূরদৃষ্টিসম্পন্ন পুলিশ অফিসার হিসেবে সুপরিচিত।

তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

তিনি মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও দিনাজপুর জেলার পুলিশ সুপার ছিলেন। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে তিনি উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এডিশনাল ডিআইজি হিসেবে তিনি ডিএমপিতে জয়েন্ট কমিশনার এবং র‍্যাব-১৪ এর সিও ছিলেন।

ডিআইজি হিসেবে তিনি র‍্যাবের ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক উইংয়ের পরিচালক, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) টাঙ্গাইলের কমাড্যান্ট ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) কমাড্যান্ট ছিলেন।

তিনি দেশে-বিদেশে বিভিন্ন ধরনের পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মধ্যে যুক্তরাজ্যের ব্রামশিল্ড থেকে শেভেনিং ফেলোশিপ কোর্স, যুক্তরাষ্ট্র থেকে ফরেনসিক ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স এবং ইতালি থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত প্রশিক্ষণ উল্লেখযোগ্য।

তিনি কসভো ও পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ময়নুল ইসলাম পঞ্চগড় জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন