আড়াই বছর পর বরগুনা বিএনপির কমিটি ঘোষণা

বরগুনা প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষার পর বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রায় আড়াই বছর পর বরগুনা জেলার নেতাকর্মীরা ফিরে পেলেন তাদের রাজনৈতিক অভিভাবক।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি দলীয় পত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সাবেক জেলা সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা।

সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহীন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ফজলুল হক মাস্টারকে। তিন সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি আজ ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পরপরই বরগুনা জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তারা নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত বরগুনা জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো.নজরুল ইসলাম মোল্লা বলেন, জেলা কমিটি ঘোষণা করায় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই। কমিটির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করা হবে। দলকে জনমুখী ও আদর্শের রাজনীতির মাধ্যমে আরও জনবান্ধন করার আপ্রাণ চেষ্টা অতীতের মতো অব্যহত থাকবে।

প্রসঙ্গত, ২০১৮ এর ২৯ জানুয়ারি মো.নজরুল ইসলাম মোল্লাকে সভাপতি ও অ্যাডভোকেট মো. হালিমকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) ৬৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা কমিটি দিয়েছিলো দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ২০২৩ সালের এপ্রিল মাসে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে জেলা কমিটি ছাড়াই পরিচালিত হয় জেলা বিএনপির সকল কার্যক্রম।

নতুন কমিটি ঘোষণা করায় দলীয় শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন জেলা বিএনপির সাধারণ কর্মী  সমর্থকগন।

ভাষা পরিবর্তন করুন »