ভোলাহাটে সাঁপের কামড়ে দু’জনের মৃত্যু ও ১জন গুরুতর!

ভোলাহাটে সাঁপের কামড়ে ২ জনের মৃত্যু ১জন গুরুতর!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমিতে ঘাস কাটতে গিয়ে ও অপর জন রাতে ঘরের ভিতর সাঁপের কামড়ে অবশেষে গত দু’দিনে দু’জন মারা যাবার ও ১জন গুরুতর হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

স্থানীয় পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের খাড়বাটরা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আজিজুল (৫০) ও একই ইউনিয়নের আলালপুর গ্রামের আওকাত আলী গুধার ছেলে রানা (৩৫) দু’জনের মধ্যে আজিজুল ঘাস কাটতে গিয়ে আরেকজন নিজ বাড়ীতে সাঁপের কামড়ে মারা যায়।

জানা যায়, আজিজুল প্রতিদিনের ন্যায় চাঁনশিকারী নামকস্থানে ঘাষ কাটতে গিয়ে মাঁইছা আলাদ নামের সাঁপের কামড় দেয় ও আলালপুর গ্রামের রানাউলকে নিজ বাড়ীতে কিং কোবরা সাঁপে কামড় দেয়।

আরো জানা যায়, সাঁপের কামড়ের আজিজুলকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে রেফার্ড করা হয়। পরে ঐদিনই রাজশাহীতে নেয়ার পথিমধ্যে মারা যায় আজিজুল।

আরেকজন রানাউলকে শনিবার দিবাগত রাত প্রায় ১১টার সময় নিজ ঘরের থাকা কিং কোবরা সাঁপ কামড় দিলে তাঁর চিৎকারে বাড়ীর বাবা ও মাসহ স্থানীয়রা দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রানাউল মারা যায়।

মৃত আজিজুল ও রানাউল উভয়কে রোববার আসরের পরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আরো জানা গেছে, সাঁপের কামড়ে আহত হয়ে একই উপজেলার হোসেনভিটা গ্রামের আনারুল ইসলাম (৫৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

সখিপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন ব্যাপক অনিয়মের অভিযো

বিশেষ প্রতিনিধি।

সখিপুর ইউনিয়নে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হয়েছে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৩০০/৪০০ লোকের আইডি কার্ড সমস্যা যেমন রঙ্গিন ফটো কপি, শুধু ফটোকপি নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে ৩৪৫ টাকা টাকা করে নেওয়া হচ্ছে। কেউ ৩৫০ টাকা দিলে তাক ৫ টাকা আর ফিরত দিচ্ছেনা বলছেন খুচরা নেই।কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না কোন ম্যানি রিসিট। এখানে তাদের বিজ্ঞপ্তিতে বলা ছিল সোনালী ব্যাংকের যদি চালানে ৩৪৫ টাকা জমা দিবে কারো হাতে নয়। তাদের অজুহাত সোনালী ব্যাংক এখানে না থাকায় ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমরা জমা দিচ্ছি। প্রতিদিন যে পরিমাণ লোক থেকে লোকদের থেকে টাকা রিসিভ করছেন হে পরিমাণ মানি রিসিট কর্তৃপক্ষ দেখাইতে পারেননি। সবকিছু দেখে মনে হলো এখানে যথেষ্ট ঘাপলা হচ্ছে। এ বিষয়ে বেদেগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মঞ্জুর মোরশেদ আলমকে মোবাইলে কল দিলে তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে ভুক্তভোগীরা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খুব প্রকাশ করেছেন। এর আগেও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের বিষয়ে একাধিকবার অনিয়মের নিউজ হয়েছে এবং অনেককে বদলেও করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসগুলো অনিয়ম যেনই নিয়মের পরিণত হচ্ছে।
অনেক গরিব অসহায় মানুষ স্মার্ট কার্ড নিতে এসে বিপাকে পড়ছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও নিতে পারছে না তাদের কাঙ্ক্ষিত স্মার্ট কার্ডটি।
এতে প্রমানিত যে এসকল অনিয়ম তাদের জ্ঞাতার্থে হয়ে থাকে। ২০ জনে ১ জনকে ডাচ বাংলা ব্যাংকের একটি ভাউচার ধরিয়ে দিচ্ছে। বহু লোকের অভিযোগ তাই প্রমাণ করে।

সখিপুর স্মার্ট কার্ড বিতরন দীর্ঘ লাইন জনগণের ভোগান্তি লক্ষ করা যায়।

এমন অনিয়ম থেকে নিস্তার পেতে চায় সাধারণ মানুষ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি