ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস’২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস'২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা রোববার (০৫ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

“শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি। “শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতি স্থাপকতা জোরদার করা, স্থায়ীত্ব গড়ে তোলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ যথাযথভাবে পালিত হয়েছে। এলক্ষ্যে একটি বর্ণাঢ্য রেলী উপজেলা নির্বাহী অফিস হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশিদের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, মোঃ রিয়াজুল ইসলাম, অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম, গোহালবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান আলী, প্রধান শিক্ষক মোঃ আকবর আলী, রিজিয়া খাতুন, মোঃ হাফিজুর রহমান, সুপারিন্টেন্ডেন্ট মোঃ বজলুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান এবং সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালনে বর্ণাঢ্য রেলীর দৃশ্য। পাশে-বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকগণের দৃশ্য।

বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা বরুড়ার গালিমপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২০শে মে মঙ্গলবার বিকাল পাঁচটায় গালিমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মামলার আসামী ও তার পরিবারের সদস্যদের অংশগ্রহণে, অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গালিমপুর এলাকার জাকির হোসেন সুমন, আবদুল বারিক, মোঃ সজিব হোসেন, সুজন, মোঃ সালমান হোসেন, মামলার আসামী সুজন হাসান ও বিল্লালের বাবা সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন গত ২৩শে এপ্রিল ভাউকসার এলাকার মৃত সাত্তার মুহুরীর ছেলে আবদুল জলিলের বাড়িতে বেলা আনুমানিক ১১টার দিকে কে বা কাহারা হামলা চালিয়ে, আবদুল জলিলের বাড়িঘরের ব্যাপক ক্ষতিসাধন করে, আর তারই ধারাবাহিকতায় গত ৭ ই আবদুল জলিল বাদী হয়ে বরুড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে বহু নিরীহ অসহায় মানুষকে এই মামলার এজাহারে অন্তভূক্ত করা হয়েছে।

এ ব্যাপারে মানববন্ধন কারীরা এই মামলার সুষ্ঠু সুন্দর ভাবে তদন্তের মাধ্যমে দোষী ব্যাক্তিদের চিন্হহিত করে বিচারের আওতায় আনা হউক।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি