ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ হাজার ৩২৩ আসামি

ডিএমপির ২৫৯ বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১ হাজার ৩২৩ আসামি

ডেস্ক রিপোর্ট:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত গত ছয় মাসে (মার্চ থেকে আগস্ট) সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়ায় ৫ হাজার ৫৫৮টি মামলা নিষ্পত্তি করেছে। এই সময়ে ২৫৯টি বিশেষ অভিযানে ১১ হাজার ৩২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে ২৭৭১ জনকে কারাদণ্ড এবং মোট ৩৫ লাখ ৫ হাজার ১৩০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়েছে। অন্যদিকে, সর্বনিম্ন শাস্তি হিসেবে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং, অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন অপরাধ অন্তর্ভুক্ত ছিল।

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, অপরাধ নিয়ন্ত্রণে তাৎক্ষণিক বিচার কার্যক্রমের এই প্রক্রিয়ার ফলে ভুক্তভোগীরা দ্রুত বিচারিক সেবা পাচ্ছেন এবং নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় বদ্ধপরিকর এবং এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

স্বেচ্ছাসেবক দলে ৬১ নং ওয়ার্ডের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:

গত পাঁচ ই আগস্ট এর পর শেখ হাসিনা ও তার দোসরা পলায়নের পর দেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করতেছে, আওয়ামীলিগ ও তার দোসররা যাতে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে এরই ধারাবাহিকতায়। ৬১ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কদমতলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য ৬১ নাম্বার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজাম হাওলাদারের নেতৃত্বে উক্ত মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি দনিয়া বাজার থেকে শুরু হয়ে পাটেরবাগ গোয়ালবাড়ি মোরসহ ৬১ নাম্বার ওয়ার্ড এর বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নিজাম হাওলাদার বলেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা ওর তার দোষররা যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এর জন্য স্বেচ্ছাসেবক দল সবসময় রাজপথে প্রস্তুত আছে। বাংলাদেশ বিভিন্ন ধর্ম বর্ণ সবাই মিলেমিশেই আমরা একসাথে থাকব কোন স্বৈরাচার এই দেশে আর মাথা চারা দিয়া উঠতে পারবেনা। মিছিলে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদ,যুগ্ম আহ্বায়ক জাহিদ যুগ্ম আহ্বায়ক লিটন যুগ্ম আহবায়ক আল আমিন সহ ওয়াট এবং ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম