কুমিল্লা সাংবাদিক কল্যান পরিষদের উদ্দেগে আহসান হাবিব পাখীকে সংবর্ধনা

কুমিল্লা প্রতিনিধিঃ

পেশাগত ও সমাজজীবনে কেউ ভালো কাজ করলে তাঁকে পুরস্কৃত ও সম্মাননা দেয়া উচিত, বেসরকারী টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি ২০২২সালে সংবাদ প্রেরণে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার লাভ করায় শুভেচ্ছা ও সংবাবর্ধনা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লা। গত ১ জানুয়ারী সন্ধ্যায় কুমিল্লা নগরীর গর্জনখোলায় একটি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৈয়দ আহসান হাবিব পাখিকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেয়া হয়। সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান,কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন,দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক,দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন চাষী,দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক, তৌহিদ মাহমুদ অপু, সমাজকর্মী খাদেম মোঃ ফিরোজ, সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, ও সদস্য রবিউল বাশার খান সদস্য মোঃ শরিফুল ইসলাম সুমন,সোহাগ মিয়াজি,নেকবর হোসেন,তরিকুল ইসলাম তরুন,রাজিব সাহা, হাবিবুর রহমান খান, অমিত মজুমদার, মাইনুলহক,জামাল উদ্দিন দামাল,রোকসানা সুখী, অনুষ্ঠানের শুরুতে ইংরেজী নববর্ষ উপলক্ষে সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন আমাদের পেশাগত ও সমাজজীবনে কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কিৃত ও সম্মাননা দেয়া উচিত। এতেকরে সমাজ ও পেশাগত জীবনে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হবে। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সাংবাদিক মোঃ নুরুল ইসলাম।

আজ মেঘনায় মুখরিত নৌকা বাইচ প্রতিযোগিতা

মো.আনোয়ার হোসেন:

কুমিল্লা মেঘনা উপজেলার রামপুর বাজার ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে হরিপুর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগষ্ট, ২০২৩) পরন্তু বিকেলে একরাশ জলরাশিতে এই নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় শত শত নারী পুরুষ। অবাহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। মেঘনার নদীমাতৃক অন্যতম ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন দূর দূরান্ত থেকে আগত লোকজন। ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা।
এ সময় সমাজসেবক গাজী মোহাম্মদ সিরাজুল হক সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের এাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন রিপন, সম্রাট জাহাঙ্গীর, মেঘনা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও রামপুর বাজারের বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. জামান হোসেন প্রমুখ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন, মো.মোখলেছুর রহমান, মো.উজ্জ্বল মিয়া, মো.মিজানুর রহমান। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশ নেয়। এর মধ্যে দাউদকান্দি উপজেলাসহ মেঘনার বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন