ঢাকা প্রেস ক্লাব’র নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক ॥

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর ঢাকা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়েছে। ১৫ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ আবু সাঈদ মোঃ কাওছার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।

পত্র নং ৪১.০১.২৬০০.০০০.২৮.১৪৮৯.৯৭-১৫১৫ অনুযায়ী, নির্বাচন কমিশনের সুপারিশ এবং সভাপতি কর্তৃক প্রেরিত প্রতিবেদনের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদকে ২১ অক্টোবর ২০২৫ থেকে ২০ অক্টোবর ২০২৭ পর্যন্ত দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন: সভাপতি: দীপংকর গৌতম, সহ-সভাপতি: মোহাম্মদ মাসুদ ও মোঃ মনিরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক: সাদেক মাহমুদ (পাভেল), যুগ্ম-সাধারণ সম্পাদক: শিকদার নুর ই আলম সিদ্দিকী মুরাদ, সাংগঠনিক সম্পাদক: মনিরুল ইসলাম, প্রচার ও গবেষণা সম্পাদক: খন্দকার শাহ্ নূহ, দপ্তর সম্পাদক: মোঃ মিজানুর রহমান, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক: মঞ্জুর হোসেন মজুমদার, নির্বাহী সদস্য: সরদার মোহাম্মদ শওকত উল আলম (সুমন)

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, এই কমিটির বিরুদ্ধে কোনো আপত্তি উত্থাপিত হলে এবং তদন্তে তা সত্য প্রমাণিত হলে কমিটির অনুমোদন বাতিল করা হবে।

ঢাকা প্রেস ক্লাব (নিবন্ধন নং ঢ-০২০২৯) ১২ এপ্রিল ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি তার ৩৮ বছর পূর্ণ করেছে। ক্লাবের স্থায়ী ঠিকানা ১৩/২-বি, কে এম দাস লেন, টিকাটুলি, ঢাকা-১২০৩।

নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের ফলে ক্লাবের কার্যক্রমে নতুন গতি ও উদ্যম সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিক ও সদস্যরা। এই কমিটি আগামী দুই বছর ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে এবং সাংবাদিক সম্প্রদায়ের কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কেরানীগঞ্জ প্রেসক্লাবে সভাপতি আব্দুল গনী সাধারণ সম্পাদক মোস্তফা কামাল

জহিরুল ইসলাম মিঠু:

কেরানীগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৪-২৬) কমিটি ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক কেরানীগঞ্জ প্রেসক্লাবে কমিটির ঘোষণা দেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মুজিবুর রহমান।

এতে বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি আব্দুল গনী কে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ মোস্তফা কামাল (বাসস) এর নাম ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মিয়া আব্দুল হান্নান (দৈনিক এশিয়া বানী), জিয়াউর রহমান(দৈনিক সমাচার),) সহসাধারণ সম্পাদক , শামীম আহমেদ ( ভোরের পাতা), মো:শাহীন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ (বাংলা ভিশন), কোষাধ্যক্ষ শামসুল ইসলাম সনেট (দৈনিক বাংলা ও মাইটিভি) ,দপ্তর সম্পাদক ইমরুল কায়েস (কালবেলা),প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা আহমেদ (এশিয়ান টিভি) ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, শিপন উদ্দীন( জনকণ্ঠ), এবং কার্যকরী সদস্য পদে মুজিবুর রহমান(আনন্দ টিভি), মো: সাঈদ (মুক্তখবর) ও আরিফ সম্রাট (গ্লোবাল টিভি)এর নাম ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম, আবু তালেব, আবুল বাশারসহ অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম