
ডেস্ক রিপোর্ট:
যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সুনির্দিষ্ট হামলা অব্যাহত রয়েছে। আলজাজিরার খবর অনুযায়ী, গতকাল রোববারও গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত ক্যাম্পসহ আশপাশে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী আইডিএফ। এতে অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর আগে শনিবার আইডিএফের প্রেস সার্ভিস জানায়, নুসেইরাত এলাকায় ইসলামিক জিহাদ সংগঠনের একজন সদস্যকে লক্ষ্য করে তারা সুনির্দিষ্ট ও সীমিত হামলা চালিয়েছে। জিহাদি সংগঠনের ওই সদস্য ইসরায়েলি সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন।
এর মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তাদের সেনাবাহিনীকে গাজার ইয়েলো লাইনের ইসরায়েলি অংশে হামাসের সব সুড়ঙ্গ ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, গাজায় হামাসের ৬০ শতাংশ সুড়ঙ্গ এখনও অক্ষত। ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আসন্ন শীতে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে বলে আশঙ্কা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর।






