চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত মালবাহি ট্রেন

ডেস্ক রিপোর্টঃ

সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ট্রাক ও মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন, চট্টগ্রামে সমস্যা হচ্ছে না। ট্রেনটি উদ্ধারের কাজ চলছে।

মেঘনায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১০ দফা দাবীতে ইউনিয়ন বিএনপির পথযাত্রা

মেঘনা (কুমিল্লা)  প্রতিনিধিঃ
কুমিল্লা মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মিছিল করতে দেখা যায়।
১১ই ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩ ঘটিকায় চরপাথালিয়া ওয়াল্টন মোড় থেকে বিএনপির ইউনিয়ন নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল মিছিল নিয়ে বের হয়। মিছিলটি সেন নগর বাজারে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা,  ১০ দফার দাবি নিয়ে বর্তমান সরকারের তীব্র প্রতিবাদ জানান।
গোবিন্দপুর  ইউনিয়ন পথযাত্রা ও মিছিলের নেতৃত্ব দেন মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব, আজহারুল হক শাহীন, কুমিল্লা (উঃ) জেলা মহিলা দলের সাধারন সাধারন সম্পাদক, মেঘনা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন।
অন্যান্যদের মধ্যে মিছিলে অংশ গ্রহণ করেন, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসির আহমেদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সদস্য আক্তারুজ্জামান কাজল সরকার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, জামাল খান সহ ইউনিয়নের সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম