বায়ু দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্কঃ

বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় আজও বিশ্বে শীর্ষ স্থানে অবস্থান করছে রাজধানী ঢাকা। শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২১৩। গতকাল শুক্রবারও ঢাকা শীর্ষে অবস্থান করেছে। একই সময়ে আজও ‘অস্বাস্থ্যকর’ শহরের তালিকায় ঢাকার পরেই আছে পাকিস্তানের লাহোর। গত সপ্তাহে সাত দিনের (শুক্র থেকে বৃহস্পতিবার) ছয় দিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ ছিল ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকায় জানিয়েছে এ তথ্য।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় প্রতিষ্ঠানটি। একিউআই স্কোরে আজ সকাল ৯টায় তৃতীয় স্থানে ভারতের মুম্বাই ১৯০, চতুর্থ স্থানে মঙ্গোলিয়ার উলানবাটোর (১৮৭), পঞ্চম স্থানে আছে কুয়েতের কুয়েত সিটি (১৭০)। এর পরের স্থানে আছে মিয়ানমারের ইয়াঙ্গুন; উজবেকিস্তানের তাসখন্দ (১৬৬)।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

গজারিয়ায় তিতাসের অভিযান, ধরা ছোয়ার বাহিরে মাফিয়া লাভলু

মাহতাবুর রহমানঃ

আজ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের অবৈধ দুটো চুনা কারখানাতে অভিযান চালিয়েছে সোনারগাও জোন তিতাস গ্যাস কর্তৃপক্ষ । মধ্যম বাউশিয়ার মানাবে পার্কের বিপরীত পাশে গ্যাস চোর মাসুদের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে সকাল দশটায় শুরু করে এই অভিযান , চলে দুপুর পর্যন্ত । সোনারগাও উপজেলার লাঙ্গলবন্ধের মাসুদ দীর্ঘ বছর ধরে অবৈধ গ্যাস লাইন ব্যবহার করে অবৈধ চুনা কারখানার মাধ্যমে হাতিয়েছে কোটি কোটি টাকা। তার এই অবৈধ কারখানাটি এই পর্যন্ত তিন বার গুঁড়িয়ে দিয়েছে তিতাস। প্রতিবারই অভিযান শেষ হলেই মেরামত হয়ে যায় অবৈধ কারখানাটি।

দুপুর সাড়ে তিনটার দিকে অভিযান চালানো হয় গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিপন প্রধানের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে। মধ্যমকান্দিতে অবস্থিত ঘুরিয়ে দেয়া হয় এই অবৈধ চুনা কারখানাটি। অবশ্য গতকাল দৈনিক সবুজ বাংলাদেশে এই রিপন প্রধানকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে । অবৈধ দুটি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হলেও গজারিয়ার সব চেয়ে বড় অবৈধ কারখানাটি বারবার দেখেও না দেখার ভান করছে তিতাস কতৃপক্ষ।

অবশ্য তিতাস কতৃপক্ষের জন্য এই ঘটনা নতুন কিছু নয়, আগেও দেখা গেছে এই একই দৃশ্য । সোনারগাও হতে বাউশিয়া যেতে মাঝপথে রয়েছে বালিয়াকান্দি ও ভবেরচরে ইউনিয়ন । আর এই বালিয়াকান্দি ইউনিয়নের মহাসড়কের পাশে মিয়ামী রেষ্টুরেন্টের বিপরীত পাশে গ্লোবাল ইকোনিমিক জোনে অবস্থিত নাজিমুদ্দিন লাভলুর মালিকানাধীন সবচেয়ে বড় এই অবৈধ চুনা কারখানাটি।

যতদূর জানা গেছে এই লাভলু গজারিয়াতে অবৈধ চুনা কারখানার প্রথম উদ্যেক্তা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে রয়েছে লাভলুর যথেষ্ট সখ্যতা। এমনও অভিযোগ উঠেছে লাভলুর দেয়া তালিকা দেখে অভিযান চালানো হয় এই অবৈধ কারখানা গুলোতে। গজারিয়ার সবকটি অবৈধ চুনা কারখানায় একাধিকবার অভিযান চালানো হলেও লাভলুর কারখানায় অভিযান চালানো হয়না একবারের জন্যও। তিতাস কতৃপক্ষকে ম্যানেজ করে বহাল তবিয়তে গ্যাস চুরি অব্যাহত রাখছে এলাকার মাফিয়া খ্যাত নাজিম উদ্দীন লাভলু । বাংলাদেশে সর্বপ্রথম খাট নামক মাদকের চালানও এনেছিল এই লাভলু । ঢাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাট নামক মাদক সহ এই লাভলুকে গ্রেফতার করেছিল আজ থেকে প্রায় পনের বছর আগে । এদিকে তার আপন সহোদর আল আমিনের রয়েছে আরেকটি চুনা কারখানা , যার অবস্থান ভাটেরচর নতুন রাস্তার মাথায়।

মুন্সিগঞ্জের এই অবৈধ চুনা কারখানা নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশের অনুসন্ধান চলমান রয়েছে….

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
হাজির করা হলো ট্রাইব্যুনালে, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড়