সংসদ সদস্য মোছলেম উদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে সরকারি কমার্স কলেজের ভিপি নির্বাচিত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

মোছলেম উদ্দিন ১৯৭০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, তিনি (মোছলেম উদ্দিন) ২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৩ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

মোছলেম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।

প্রধানমন্ত্রী মোছলেম উদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনগন আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাবে- সাবেক চীফহুইপ আ স ম ফিরোজ

বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ১৭-১২-২০২২ খৃঃ শনিবার সকাল ১০ ঘটিকায় ইউঃ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও সাধারন জনগনের উপস্হিতিতে কর্মী সমাবেশ জনসভায় পরিনত হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউঃ পরিষদ চেয়ারম্যান মোঃ মনজুর আলোম হাওলাদারের সভাপতিত্বে সমাবেশ
অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফহুইপ, পটুয়াখালী -২ আসনের সাংসদ জনাব আ স ম ফিরোজ। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন,বিএনপির আগুন সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে আহবান জানান এবং আওয়ামীলীগের ধারাবাহিক উন্নয়নের জন্যই জনগন আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় বসাবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, সমাজসেবক রায়হান সাকিব,
বাউফল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান , উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সূর্যমনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল বিশ্বাস,আদাবাড়িয়া ইউঃ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলোম ফকির।
উপজেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা , স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদ হোসেন মৃধা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জাতীয় নিরাপদ সড়ক দিবসে সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের মায়ামিতে লা লিগা যে কারণে বার্সেলোনার ম্যাচ বাতিল করলাে ট্রাইব্যুনাল থেকে ১৫ সেনা কর্মকর্তাকে পাঠানো হলো সাবজেলে খুলনার নদ–নদী থেকে এক বছরে ৫০ লাশ উদ্ধার হাজির করা হলো সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প