চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় ও অনলাইন ভার্সনে “সন্দ্বীপে একযুগ ধরে প্রক্সি শিক্ষিকা নিয়োগ দিয়ে বেতনভাতার সুবিধা নিচ্ছে চেয়ারম্যানের ‘স্ত্রী’!” এই শিরোনামে খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নড়েচড়ে বসে সন্ধীপের প্রাথমিক শিক্ষা অফিস। বিশেষসূত্রে পাওয়া এই খবরে সাংবাদিকের পরিচয় গোপন করা হয়েছিল। কিন্তু সন্দ্বীপের এক যুবক, যিনি কিছু অনলাইন পোর্টালে কাজ করেন, তাকে মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই সে যুবক দৈনিক সবুজ বাংলাদেশ এর অফিসে নিজের অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতা ভোগার কথা জানিয়েছেন। কেবল মামলাই নয়, মিজানুর রহমান মিজান এর ভাই ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত হওয়ায় সাংবাদিক এর জীবন হুমকির মুখে।

মিজানুর রহমান চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সহ-সভাপতি। তার ছোট ভাই মাকসুদুর রহমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার ছোট ভাই-ই মূলত ত্রাসের রাজত্ব কায়েম করেছে সন্ধীপে। চেয়ারম্যান এর ছত্রছায়ায় একের পর এক অপকর্মে জড়িত মাকসুদ। মিজানুর রহমান মিজান বিরুদ্ধে এলাকায় নানান অভিযোগ রয়েছে। জমি দখল, চাঁদাবাজি, অবৈধ ইট ভাটার মালিকানা ও তার ভাইয়ের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে প্রতিবেদন আসছে……..(চলবে)

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনর ( বিএমজেএ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের হোটেল মেট্রো লাউঞ্জে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।

বিএমজেএ’র সভাপতি গাজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ( বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা অগ্রণী ভুমিকা রাখছে। এক্ষেত্রে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না। ডিজিটাল মাধ্যমে সংবাদ উপস্থাপনায় আরও সচেতনতা অবলম্বন করতে হবে।

ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আধুনিক যুগে তথ্য প্রাপ্তিকে সহজ করেছে ডিজিটাল সংবাদ মাধ্যম। পূর্বে কোন ঘটনার খবর পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, যা বর্তমানে মুহূর্তে মধ্যেই পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকদের আরও দেশি দক্ষ হতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গুরুত্ব অপরিহার্য। মাল্টিমিডিয়া সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্য তথ্য উপস্থাপন মাল্টিমিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফুরকানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিগণ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ