৪ঠা মার্চ পদযাত্রা সফল করতে ছাত্রদল ঢাকা মহানগর উওরের সমন্বয়ক টিম গঠিত

 

রকি পাটওয়ারীঃ
দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কতৃক আয়োজিত ৪ঠা মার্চ থানায়,থানায় পদযাত্রা সফল করার লক্ষ্যে ছাএদল ঢাকা মহানগর উওরের সভাপতি মেহেদী হাসান রুয়েল ও সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে সমন্বয়ক টিম গঠিত।
টিম-(ক)
০১।মোঃরাজিব আহমেদ,সিনিয়র সহ সভাপতি ছাএদল ঢাকা মহানগর উওর,দায়িত্ব প্রাপ্ত থানা,খিলক্ষেত থানা,উওরা পর্ব থানা,উওরা পশ্চিম থানা,তুরাগ থানা।
০২।মোঃরবি ভূইয়া,যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল,দায়িত্ব প্রাপ্ত থানা বিমানবন্দর থানা,উওরখানা থানা,দক্ষিনখান থানা।
টিম -(খ)
০৩।মোঃমনিরুজ্জামান মনির,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল।দায়িত্ব প্রাপ্ত থানা,তেজগাঁও থানা,শেরেবাংলা নগর থানা,তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
টিম -(গ)
০৪।সালাউদ্দিন আহম্মেদ,সহ-সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর উওর,দায়িত্ব প্রাপ্ত থানা,গুলশান থানা,বনানী থানা,ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানা।
টিম-(ঘ)
০৫।সাগর আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল।দায়িত্ব প্রাপ্ত থানা,বাড্ডা থানা,ভাটারা থানা,রামপুরা থানা,হাতিরঝিল থানা।

সাফ বিজয় নারী অগ্রযাত্রায় মাইলফলক: জিএম কাদের

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (১৯ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ফুটবল কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মেয়েদের এই অর্জন গৌরবোজ্জ্বল। তারা প্রমাণ করেছে, প্রতিবেশী সব রাষ্ট্রের চেয়ে ফুটবলে আমাদের মেয়েরাই সেরা। টুর্নামেন্টের শুরু থেকেই প্রতিটি ম্যাচে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তারা।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনে বাংলাদেশের মেয়েরা এই গৌরবের ধারাবাহিকতা রক্ষা করতে সমর্থ হবে। এই সাফল্য নারীদের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি