৪ঠা মার্চ পদযাত্রা সফল করতে ছাত্রদল ঢাকা মহানগর উওরের সমন্বয়ক টিম গঠিত

 

রকি পাটওয়ারীঃ
দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপি কতৃক আয়োজিত ৪ঠা মার্চ থানায়,থানায় পদযাত্রা সফল করার লক্ষ্যে ছাএদল ঢাকা মহানগর উওরের সভাপতি মেহেদী হাসান রুয়েল ও সাধারণ সম্পাদক রাসেল বাবুর নেতৃত্বে সমন্বয়ক টিম গঠিত।
টিম-(ক)
০১।মোঃরাজিব আহমেদ,সিনিয়র সহ সভাপতি ছাএদল ঢাকা মহানগর উওর,দায়িত্ব প্রাপ্ত থানা,খিলক্ষেত থানা,উওরা পর্ব থানা,উওরা পশ্চিম থানা,তুরাগ থানা।
০২।মোঃরবি ভূইয়া,যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল,দায়িত্ব প্রাপ্ত থানা বিমানবন্দর থানা,উওরখানা থানা,দক্ষিনখান থানা।
টিম -(খ)
০৩।মোঃমনিরুজ্জামান মনির,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল।দায়িত্ব প্রাপ্ত থানা,তেজগাঁও থানা,শেরেবাংলা নগর থানা,তেজগাঁও শিল্পাঞ্চল থানা।
টিম -(গ)
০৪।সালাউদ্দিন আহম্মেদ,সহ-সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর উওর,দায়িত্ব প্রাপ্ত থানা,গুলশান থানা,বনানী থানা,ক্যান্টনমেন্ট থানা ও ভাষানটেক থানা।
টিম-(ঘ)
০৫।সাগর আহমেদ বাবু,সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর উওর ছাএদল।দায়িত্ব প্রাপ্ত থানা,বাড্ডা থানা,ভাটারা থানা,রামপুরা থানা,হাতিরঝিল থানা।

বগুড়া-৪ আসনে ৯৫১ ভোটে হারলেন হিরো আলম

সবুজ বাংলাদেশ ডেস্কঃ

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হেরে গেছেন। ৯৫১ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি।

আসনটিতে মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হওয়া জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০৪৩৭ ভোট পেয়েছেন। আর হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯৪৮৬ ভোট পেয়েছেন।

বগুড়া-৬ (সদর) আসনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হিরো আলম। এই আসনের পূর্ণাঙ্গ ফলাফল এখনও পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম