সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নোমান

মোঃ জুয়েলঃ

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

 

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দৈনিক দিনকাল পত্রিকা প্রকাশনা বন্ধের প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তিনি। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের (জিসপ) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোমান বলেন, সরকারের পতনের আন্দোলনে সভা সমাবেশ মিছিল হবে। সরকার পতনের আন্দোলন চলমান, পতন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এসময় খালেদা জিয়ার মুক্তি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা চালুর দাবি করেন।

 

মানববন্ধনে আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নির্বাচন করে বার বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপি নির্বাচনে যাবে নির্বাচন করবে। কিন্তু কোনো সভানেত্রীর অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটা তাদের বিষয়।

দুদু বলেন, সবকিছুর প্রতিবন্ধকতা বর্তমান সরকার। সরকারের পতন ছাড়া কোনো কিছু মেরামত করা সম্ভব নয়। বাংলাদেশ আজকে পঙ্গু রাষ্ট্রে পরিণত হয়েছে। আন্দোলন সংগ্রামের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসার আহ্বান জানান তিনি।

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, বর্তমান সরকারের কিছু মন্ত্রী বলছেন সংবিধানের বাইরে নির্বাচন হবে না। আসলেই নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। তবে, সেটা আপনাদের কাটাছেঁড়া করা সংবিধান অনুযায়ী নয়। তারা আবারও সংলাপের কথা বলছেন, অবৈধ ভোট চোরের সরকারের সঙ্গে কোনো সংলাপ নয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে তারা আগামী ২০ বছর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।

আয়োজক সংগঠন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি গিয়াস উদ্দিন খোকন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, মৎস্যজীবী দলের সদস্যসচিব আব্দুর রহিম, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন , জিনাফ সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

যেকোনো মূল্যে মাদকের ভয়াবহতা থেকে বাচাতে হবে যুব সমাজকে- আমিনুল হক

যেকোনো মূল্যে মাদকের ভয়াবহতা থেকে বাচাতে হবে যুব সমাজকে- আমিনুল হক

স্টাফ রিপোর্টারঃ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রূপনগর-পল্লবীর গনমানুষের নেতা জনাব আমিনুল হক একটি মাদকবিরোধী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

তিনি জানান, ১৬ আসনে মাদক নির্মূলে এলাকাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি ও কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং এই কার্যক্রম আরও জোরদার করা হবে। জনাব আমিনুল হক বলেন যুব সমাজকে যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। যুব সমাজের প্রতি প্রশ্ন ছুড়ে বলেন আপনারা গর্ভধারিণী মা’কে ভালবাসলে মাদক স্পর্শ করতে পারেন না কারণ মাদকের ভয়াবহ বিপর্যয় চোখে কান্না আসে মা’য়ের।

তিনি বলেন, মাদক সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়—এই বিপদ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনাব আমিনুল হক বলেন মাদক ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তার জন্য বিকল্প কর্মসংস্থান সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ভয়াবহ বিস্তার লাভ করে এর কারনে রাষ্ট্রে এবং সমাজে ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। দ্রুত মাদক বিরোধী সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় আন্দোলন গড়ে তুলতে না পারলে দেশর প্রানশক্তি যুবসমাজ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে যা হবে গোটা জাতির জন্য ভয়াবহ বিপর্যয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজক পল্লবী থানা যুবদলের আহবায়ক জনাব হাজী নূরসালাম।

তিনি তার বক্তব্যে বলেন মাদকবিরোধী ঘোষণা বর্তমান সময়ে একটা যুদ্ধের ডাক। মাদকবিরোধী লড়াইয়ের ময়দানে এবার যারা নীরব থাকবেন, তারা পরোক্ষভাবে অপরাধীদের পক্ষে। সমাজ বাঁচাতে হলে, প্রজন্ম রক্ষায় এখনই দাঁড়াতে হবে—একসাথে, এক কণ্ঠে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
কামাল হোসেন খান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
আশরাফ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
আনোয়ার হোসেন, সাবেক সভাপতি, সেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর,
হাজী তৈয়ব, সাবেক সিনিয়র সহ-সভাপতি, পল্লবী থানা বিএনপি,
আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
মোখলেছুর রহমান আবির, যুগ্ন আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
ফজলুল হক লাবলু, যুগ্ন আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
হাজ্বী বাদশা মিয়া, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি,
মাহাবুব আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি,
মোঃ নজরুল মাতবর, সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি,
মোঃ খায়ের হোসেন, সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি,
মোঃ জাহাঙ্গীর লালন, সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি,
মামুন মোল্লা, সদস্য, আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর,
হুসাইন মুন্না, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা যুবদল,
শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা যুবদল,
দেওয়ান বিপ্লব আমিন রাজীব, আহ্বায়ক, ৩নং ওয়ার্ড যুবদল,
মোঃ ফরহাদ হোসেন রাজন, সদস্য সচিব, ৩নং ওয়ার্ড যুবদল,
ইব্রাহিম খলিল, আহ্বায়ক, ৫নং ওয়ার্ড যুবদল,
মোঃ রিয়াজ, সদস্য সচিব, ৫নং ওয়ার্ড যুবদল,
কাউসার আহমেদ মোল্লা, আহ্বায়ক, ৬নং ওয়ার্ড যুবদল,
ইশতিয়াক আহমেদ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২নং ওয়ার্ড যুবদল,
মোঃ বাবু হোসেন, পল্লবী থানা যুবদল,
মোঃ সোলায়মান চৌধুরী, পল্লবী থানা যুবদল,
মোঃ জিয়ারুল ইসলাম জিহাদ, পল্লবী থানা যুবদল,
আশিকুর রহমান আশিক, ৯১নং ওয়ার্ড যুবদল,
পারভেজ আলম ফরিদ, সভাপতি, ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল
লাইলি বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহিলা দল, ঢাকা মহানগর উত্তর,
দিলারা ইসলাম পলি, সদস্য সচিব, মহিলা দল, পল্লবী থানা
জাহানারা ইসলাম, আহ্বায়ক, ৫নং ওয়ার্ড মহিলা দল
মিসেস লিপি, সদস্য সচিব, ৫নং ওয়ার্ড মহিলা দল

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন