অভিনয়কে আমার নেশা ও পেশা করতে চাই- আহমেদ রাজিব

রাহিমা আক্তার মুক্তাঃ

রাজিববর্তমান সময়ের তরুণ অভিনেতা আহমেদ রাজিব, ব্যস্ত আছেন নাটকের শ্যুটিংয় নিয়ে।সম্প্রতিকাল তার অভিনিত “দি ডার্ক ফরেস্ট ২” নাটকটি ঘুড্ডি ইউটিউব চ্যানেলে চলে আসছে।

আহমেদ রাজিব একজন থিয়েটার কর্মী,নাগরিক নাট্যঙ্গন দলের সাথে বহুদিন ধরে মঞ্চে কাজ করছেন।আহমেদ রাজিবের শুরুটা কথা সাহিত্য দিয়ে,তারপর ধীরে ধীরে অভিনয়ে যুক্ত হোন।সম্প্রতিকালে তিনি অভিনয়ের পাশাপাশি বেশ কিছু নাটকের স্ক্রীপ্টও লিখেছেন।তার লেখা স্ক্রীপ্টে ২০২২ সালে পরিচালক সুমন রেজা পরিচালনা করেন “দেবদাসের আঁকিকা” শিরোনামে একটি পর্ব নাটক।এটাছাড়াও তিনি অনেক গুলো এক ঘণ্টার নাটক লিখেছেন। সম্প্রতি সময় অভিনয় নিয়ে ব্যস্ততা সময় কাঁটাচ্ছেন।

আহমেদ রাজিবের সাথে কথা বলে জানা গেল, তার ধ্যান জ্ঞান অভিনয়ে।তিনি আরো বলেন,আমি মিডিয়া জগৎতে একজন অভিনেতা হতে এসেছি।অভিনয়টা তাই মন নিয়ে করতে চাই।অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকতে চাই।ভক্তদের ভালোবাসা পাওয়া একজন অভিনেতার সফলতার সবচেয়ে বড় পুরুষ্কার।অভিনয় দিয়ে ভক্তদের হৃদয়ে বেঁচে থাকতে চাই।

দি ডার্ক ফরেস্ট ২ নাটকটি ঘুড্ডি ইউটিউব ব্যানারে নির্মিত হয়েছে।এর আগে দি ডার্ক ফরেস্ট ১ রিলিজ হয়েছিলো।নাটকটিতে একটা গুরুপ্তপূর্ণ চরিত্রে অভিনয় করেন।নাটকে তার চরিত্রের নাম জংলু।সম্পূর্ণ সাইকো একটা চরিত্র।চরিত্রটি ক্ষণে ক্ষণে রঙ পাল্টায়।রহস্য থেকে ঘোর রহস্য তৈরি করে জংলু চরিত্রটি।তিনি বলেন,এই রকম একটা চরিত্রে কাজ করা আসলেই তৃপ্তিকর।আমি এই ধরনের চরিত্র করতে চাই,যাতে ভক্তরা দেখে তৃপ্তি পায়।

দি ডার্ক ফরেস্ট ২ নাটকটি পরিচালনা করেছেন আরফিন রোমান।দ্বিতীয় পর্বের গল্প লিখেছেন আহমেদ রাজিব।ক্যামেরায় ছিলেন রমজান হোসেন পরশ। এছাড়া এতে অভিনয় করেছেন আহমেদ রাজিব,শরিফুল ইসলাম জয়,নুসরাত জাহান ঐশি,তন্নি,এসএম রিফাত,আর এইচ সীমান্তসহ আরো একঝাক তরুন অভিনয় তারকা।

আহমেদ রাজিব নাটকের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রেও কাজ করেছেন, অন্তর্বর্তী, কাঁটা,১৯৭১ সেই সব দিন সহ বেশ কিছু চলচ্চিত্রে। রায়হান রাফির ডার্ক সাইট অফ ঢাকা ওয়েবসিরিজে ছোট একটা চরিত্রের মাধ্যমের তার ওয়েব সিরিজে পথ চলা।তারপর মিজানুর রহমান লাবুর পরিচালনায় ওয়েবসিরিজ সিক্স ওর্য়াকার এ একটি গুরুপ্তপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তাছাড়া তার অভিনিত নাটক, সুধীর ভাই,দেবদাসের আঁকিকা,মাটির পুতুল,রসু খা সিনড্রোম,দি ডার্ক ফরেস্ট ১, ভাইয়ের প্রচুর আবেগ,কলকাতার গালফ্রেন্ড,টাকলা মুরাদ,বন্ধুর বোন প্রেমিকাসহ অসংখ্যাক নাটক।

অভিনয়টাকে আহমেদ রাজিব নেশা ও পেশা হিসেবে নিতে চান।এ জন্য সবার ভালোবাসা চান তিনি।তরুন অভিনেতা আহমেদ রাজিব স্বপ্নপথে এগিয়ে চলুক।

ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর কদমতলী থানা এলাকার ঢাকা ম্যাচ এলাকায় লাকি ডায়িং মিজান হাজির কারখানায় অবৈধ গ্যাস দিয়ে কারখানা পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে আর এই অভিযোগ উঠেছে কারখানা মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে এ বিষয়ে এলাকার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সেই সাথে দক্ষিণ সিটির মাননীয় মেয়র মহোদয় ও ৫৯নং ওয়ার্ডের কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে ,,প্রশাসন থেকে গণমাধ্যম কর্মী পর্যন্ত সকলের সহযোগিতা কামনা করছে , জানাযায় এই সে জামান, যে কিনা ৮০টাকা পকেটে নিয়ে ঢাকায় এসেছিল,,আজ তার বাড়ী গাড়ী কিছুর অভাব নেই,,ও খুব গভীর জলের মাছ,,তাই ওর অনেক দূর্নীতিই ধরা ছোয়ার বাহিরে,,তবুও চোর নীরবে সাক্ষী রেখে যায় তার অপকর্মের,,তার পাশের এই ছবিটি একটি অবৈধ গ্যাস সংযোগ দেওয়া কালীন ছবি,যার পরিচালক ছিলেন জামান, এই কারখানার মালিক হলো মিজান মোল্লা,, ম্যানেজার হলো রিয়াজ,,কারখানার নাম লাকী ডাইং,,আজ থেকে সাত আট মাস আগে রাতের অন্ধকারে সরকারি অনুমোদন ছারাই হাই স্পিডের এই গ্যাস সংযোগটি দেওয়া হয়, আর তা দেয় শফি মোল্লা, আর এই কাজ বাবদ এই জামান মালিকদের সভাপতি /সেক্রেটারির নাম ভাংগীয়ে হাতিয়ে নেয় আড়াই লক্ষ টাকা মালিকদের সাথে কথা বলে জানা যাই তারা এই ব্যাপারে কিছুই জানেনা, গ্যাস অফিসে যোগাযোগ করা হলে তারা জানান এই সুযোগটি অবৈধভাবে নেয়া, এলাকার একজন সচেতন নাগরিক বলেন এখনো কমিশনার সাহেব রাস্তা কাটার অনুমতি দিলে আমি প্রমান করতে সক্ষম হবো,,রাতের আধারেই ধামা চাপা দেওয়া হয়েছিলো এই নেক্কার জনক ঘটনার,,সরকারি সম্পদ চুরি করে কেউ কোটিপতি হবে,, আর কেউ বিল দিয়েও গ্যাস পাবোনা,,তা হবে না, তা হবে না,,অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাড়ান,,অন্যায় যে করে আর যে সহে উভয়েই সমান অপরাধী,,সবাই সঠিক পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করুন,,অন্যায় কারীর মুখোশ উম্মোচন করতে আমাকে সহযোগিতা করুন এবিষযে মন্তব্য জানার জন্য কারখানার মালিককে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। (চলবে)

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম