চন্দনপুর ইউপি উপ-নির্বাচনের প্রতীক পেয়ে প্রার্থীদের শোডাউন: ভিন্নরকম ছিলো হাতপাখার!

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলার ৩নং চন্দনপুর ইউনিয়নের আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (৯ মে,২০২৩) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সকল প্রার্থীদের উপস্থিত সম্মুখে বরাদ্দকৃত প্রতীক বুঝিয়ে দেন। সবশেষে ১০ জন প্রার্থীকে মনোনীত করা হয়।

যারা প্রতীক পেয়েছে তারা হলেন, মোঃ সেলিম আহম্মেদ (নৌকা), মোঃ আমির হোসেন (হাতপাখা), মোঃ এবাদ উল্লাহ (ঘোড়া), মোঃ আ ন ম বজলুর রশিদ (আনরস), মোঃ মোখলেছুর রহমান (টেবিল ফ্যান), মোঃ হাবিজুল্লাহ দুরা গাজী (সিএনজি), মোঃ সেলিম সরকার (চশমা), মোঃ গোলাম মহিউদ্দিন মোহন (আম পাতা), মোঃ ফজর আলী (মটর সাইকেল), মোহাম্মদ আলী (টেলিফোন)।

সরেজমিনে দেখা যায়, বরাদ্দকৃত প্রতীক পেয়ে শোডাউন করেছেন সকল প্রার্থীরা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মো.আমির হোসেন-এর শোডাউন ছিলো ভিন্নরকম। দুপুর ১২ টার দিকে মেঘনা উপজেলার নির্বাচন অফিস থেকে বের হয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তিনি বিশাল মিছিল বের করেন। মিছিলটি পুরো ৩নং চন্দনপুর ইউনিয়ন পদক্ষিন করে।

মোঃ আমির হোসেন বলেন, জনগণ এবার ইসলামী শক্তিকে বিজয় করার জন্য বদ্ধপরিকর। এবার ৩নং ইউনিয়নে হাতপাখার যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সুষ্ঠুভাবে ইউনিয়নবাসী ভোট দিতে পারলে বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।

ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি-কালাম, সম্পাদক-মোস্তাফিজ

ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটিতে সভাপতি-কালাম, সম্পাদক-মোস্তাফিজ।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। যুগান্তর প্রতিনিধি আবুল কালাম আজাদকে সভাপতি ও সমকাল প্রতিনিধি মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দু’বছর মেয়াদি ৯ সদস্য বিশিষ্ট এ কার্যকরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে ইত্তেফাক সংবাদদাতা সাইফুল ইসলাম তালুকদারকে সহ-সভাপতি, আমাদের সময়েরে প্রতিনিধি রতন ভৌমিককে যুগ্ম সম্পাদক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রুহুল আমিন রিপনকে কোষাধ্যক্ষ, ভোরের কাগজ প্রতিনিধি মো. সেলিমকে শিল্প সম্পাদক, সবুজ নিশানের প্রতিনিধি মোহাম্মদ আলীকে দপ্তর সম্পাদক ও সময়ের আলো প্রতিনিধি নীলকন্ঠ আইচ মজুমদার, ইনকিলাব প্রতিনিধি আতাউর রহমানকে কার্যকরি সদস্য নির্বাচিত করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি