বহিষ্কৃত যুবলীগ নেতা পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবলীগ নেতার নাম মনোয়ার হোসেন মিন্টু। ১ নং চিলাহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সোমবার (১৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম উপজেলার ভাউলাগঞ্জ বাজার থেকে আনুমানিক সন্ধ্যা ৭টায় মিন্টুকে গ্রেফতার করে।

দেবীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত ৩ জুন (শনিবার) দেবীগঞ্জ থানায় রুনা লায়লা নামে এক নারী তার মেয়ের অশ্লীল ছবি ভাউলাগঞ্জ বাজারে বিভিন্ন ব্যক্তির ফোনে ও কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করেন। ওইদিনই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহারটি রেকর্ডভুক্ত করা হয়। যার মামলা নং-৮৫।

মামলাটি পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) নিকট হস্তান্তর করা হয়। সেই মামলায় ডিবি’র উপপরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার মিন্টুকে গ্রেফতার করেন।

এর আগে বিয়ের কথা বলে কোর্টে অ্যাফিডেভিট করে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা সহ মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির প্রেক্ষিতে ভুক্তভোগী মেয়েটি গত বছর ০৯ সেপ্টেম্বর বোদা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মিন্টু এখন জামিনে আছেন। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে সংবাদ প্রকাশিত হয়। পরে ১১ সেপ্টেম্বর রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সাথে বহিষ্কারের দিন থেকে তিন কার্য দিবসের মধ্যে স্থায়ী ভাবে বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশনাও দেওয়া হয় মিন্টুকে।

এই বিষয়ে পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বহিষ্কৃত যুবলীগ নেতা মনোয়ার হোসেন মিন্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ে ইফতার বিতরণ করল দূর্বার তারুণ্য

স্টাফ রিপোর্টঃ

চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ হঠাৎ পরিষ্কার করছে সামাজিক সংগঠন দূর্বার তারুণ্য এর স্বেচ্ছাসেবকরা। রিকশাওয়ালা ও বিভিন্ন শ্রেণির মানুষেরা বসে পড়ল ইফতারি করার জন্য। সবার সামনে রয়েছে বিভিন্ন ইফতার সামগ্রী সাজানো প্যাকেট।

দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। চট্টগ্রাম বিশ্বিবদ্যালয় ক্যাম্পাস ঘুরে শতাধিক ইফতার বিতরণ শেষে তারা ২ জনসহ দূর্বার তারুণ্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ছাত্রলীগের সবাই একসাথে বসে ইফতার করেন।

রেজাউল হক রুবেল বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পক্ষ থেকে প্রতি রোজাতেই ইফতার বিতরণ করে থাকি। কিন্তু দূর্বার তারুণ্য আজ ভিন্নধর্মী একটা অনুষ্ঠানের আয়োজন করেছে যা প্রশংসার দাবিদার। আমরাও চাই ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আয়োজন করতে। সাধারণ মানুষের সাথে বসে ইফতার করার মজাই আলাদা। আসলে সাধারণ এই কাতারে বসে অনেক ভালো লাগছে। আজকের ইফতার মাহফিলের মাধ্যমে মানুষের সাথে মানুষের ভেদাভেদ ভুলিয়ে দিয়েছে। সহানুভূতি বাড়িয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যহত রাখার প্রয়াস করছি।

দূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ বলেন, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকে যারা (রিকশাওয়ালা) বাসায় ইফতার করবেন, তাদের ইফতারি বিতরণ করেছি। যারা ইফতারের সময়ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছে, তাদের সবাই সাথে নিয়ে ইফতার করলাম। এ থেকে একটা বার্তাই ছড়িয়ে দিতে চেয়েছি যে মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। মানুষে মানুষে কোন বৈষম্য থাকতে পারে না। আগামী বছর ইনশাআল্লাহ দূর্বার তারুণ্য এর পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ইফতার মাহফিলের আয়োজন করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ আবু আদিল, মো: জিহাদুল ইসলাম, আবদুল্লাহ আল নাহিয়ান রাফি, আহসান হাবিব সোপান, শাফায়েত হোসেন,শাহতাব হোসেন প্রদীপ, মেহেদি হাসান, আল আমিন, এহসান আহমেদ প্রত্যয়সহ অনেকে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম