পঞ্চগড়ের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই: সাদ্দাম হোসেন

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
‘আগামী নির্বাচনে পঞ্চগড় জেলার সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আর সে জন্য ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে। নিজের দলে কোনো কোন্দল থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।

আজ সোমবার দুপুর সাড়ে ২ টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ চৌরাস্তা ট্রাফিক মোরে এক পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের নবনিযুক্ত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন। পরে সড়ক পথে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় যাওয়ার পথে নীলফামারী,সোনাহার, দেবীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের আয়োজনে ওই পথসভায় বক্তব্য দেন।

সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এখন দেশের তরুণ সমাজ স্বীকৃতি পাচ্ছেন। এসব তরুণ প্রযুক্তির দুয়ার উন্মোচন করার ফলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়েছে,দেশের চাকরির বাজার দক্ষতা এবং মেধাভিত্তিক হয়েছে।

ছাত্রলীগের সভাপতি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছিল, যাতে শ্রমিক সংকটের কোনো ঘটনা না ঘটে। প্রতিটি ইউনিট ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছিল। গণমানুষের প্রতি দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ এ কাজ করেছে। ফলে আজ কৃষক ও তরুণদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হয়েছে।

এই পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জজ,বাংলাদেশ কৃষক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু,আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু,দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিনুর ইসলাম শাওন সহ জেলা,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন কমিটির হাজার হাজার নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর ৫ শতাধিক মাইক্রোবাস ও ২ হাজার এর বেশি মোটরসাইকেল যোগে নেতা-কর্মীরা সাদ্দামকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

চন্দনপুর ইউপি উপ-নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেঘনা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আসন্ন ৩নং চন্দনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২৩ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ মে, ২০২৩) সকাল ১১:৩০ টার সময় মেঘনা উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোঃ জাহিদ হোসেন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল মান্নান, বিপিএম (বার), পুলিশ সুপার, কুমিল্লা। জনাব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, কুমিল্লা। আরও উপস্থিত ছিলেন, লিটন চন্দ্র দে- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমিউদ্দিন।

এ সময় জেলা প্রশাসক মোঃ শামীম আলম চেয়ারম্যান প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, এবারের চন্দনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সুষ্ঠু হবে। কোনো প্রার্থী যদি হট্টগোল সৃষ্টি বা প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রত্যেক নির্বাচন নিয়ে জনমনে যে ভুল ধারণার সৃষ্টি হয়েছে আমি এই নির্বাচন সুষ্ঠু করে দেখিয়ে দিতে চাই। তিনি আরও বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব আপনাদের। ভোটারদের যেন আপনারা ভোট কেন্দ্রে নিরাপদে নিয়ে আসতে পারেন সে ব্যবস্থা আমরা করে দিবো।

এ সভায় প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সেলিম আহম্মেদ (নৌকা), মোঃ আমির হোসেন (হাতপাখা), মোঃ এবাদ উল্লাহ (ঘোড়া), মোঃ আ ন ম বজলুর রশিদ (আনরস), মোঃ মোখলেছুর রহমান (টেবিল ফ্যান), মোঃ হাবিজুল্লাহ দুরা গাজী (সিএনজি), মোঃ সেলিম সরকার (চশমা), মোঃ গোলাম মহিউদ্দিন মোহন (আম পাতা), মোঃ ফজর আলী (মটর সাইকেল), মোহাম্মদ আলী (টেলিফোন)।

এ সময় প্রার্থীরা উপস্থিত থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার মতামত ব্যাক্ত করেন।

উল্লেখ্য, গত ১৫ই মার্চ মাসে দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান ৩নং চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মরহুম বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার। ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে গেলে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী আগামী (২৫ মে,২০২৩) উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২৭শে এপ্রিল এবং ৯ মে বাছাই পর্ব শেষ করে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের