মেঘনায় ভূমিহীনদের মাঝে আশ্রায়ন প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর

মো.আনোয়ার হোসেন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা মেঘনা উপজেলায় চতুর্থ ধাপে ভূমিহীনদের মাঝে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট,২০২৩) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদের হলরুমে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ ধাপে মেঘনা উপজেলার ৬৯ টি ভূমিহীন পরিবারকে আশ্রায়ন প্রকল্পের উপকার হিসেবে প্রত্যেককে ২ শতক জমি ও ১টি ঘর বুঝিয়ে দেওয়ার শুভ উদ্বোধন করেন। এ যাবত চতুর্থ ধাপে উপজেলায় সর্বমোট ২৩২ জন ভূমিহীন পরিবারকে আশ্রায়ন প্রকল্পে পুনর্বাসন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে, কৃষি কর্মকর্তা শাহে আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খাঁন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাইনুদ্দিন মুন্সী তপন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির, মানিকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, মেঘনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, বীর মুক্তিযোদ্ধাগন ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

হত্যাকাণ্ডে বঁটি হাতে থাকা রিপন দাস গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : 

চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম রিপন দাস (২৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার আনোয়ারা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। নগরের চকবাজার এলাকায় মেডিসিন শপ নামের একটি ওষুধের দোকানে চাকরি করেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ আজ রাতে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলার আনোয়ারা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডের সময় তাঁর হাতে বঁটি ছিল। পরনে ছিল নীল রঙের গেঞ্জি, জিনস প্যান্ট ও মাথায় লাল হেলমেট। ভিডিও ফুটেজ দেখে পুলিশ রিপনকে শনাক্ত করে।

এর আগে গত বুধবার রাতে হত্যায় অংশ নেওয়া চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে পুলিশ।  পুলিশ বলছে, কিরিচ দিয়ে আইনজীবীকে কোপান চন্দন। ভিডিওতে দেখা যায়, হাতে কিরিচ, পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট ও মাথায় ছাই রঙের হেলমেট ছিল চন্দনের।

সবা:স:জু- ২১১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান