দেবীগঞ্জ পৌরসভায় যত্রতত্র আবর্জনার স্তুপে জনগণ অতিষ্ঠ

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় ময়লা-আবর্জনা অপসারণে অব্যবস্থাপনার ফলে পরিবেশ দূষিত হয়ে পড়ছে। পৌর শহরের ব্যবসায়ী ও বাসাবাড়ির নিত্যদিনের ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলায় শহরের পরিবেশ নোংরা হচ্ছে। এসব ময়লা-আবর্জনা যথা সময়ে অপসারণে ব্যবস্থা গ্রহণ না করায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ফলে পথচারী সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সকলকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দেবীগঞ্জ পৌরসভায় প্রতিদিনের আবর্জনা অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা গড়ে উঠেনি এখনো। পরিচ্ছন্নতাকর্মী সংকটের কারণে প্রতিদিনের আবর্জনা অপসারণে তাই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যার্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ। মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মী গোটা পৌর শহরের আবর্জনা অপসারণের দায়িত্ব পালন করছেন।

পৌরসভার সাধারণ মানুষের দাবি, ময়লা ফেলার ডাস্টবিন সময় মতো পরিষ্কার না করার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে না ফেলার কারণে গন্ধ আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ছে শহরজুড়ে। ময়লা-আবর্জনার দুর্গন্ধের কারণে শহরের মানুষ এখন অতিষ্ঠ। আবার কিছু ক্ষেত্রে পৌরবাসীর অসচেতনতায় রাস্তা-ঘাটে ময়লা ও আবর্জনা ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। পৌরবাসীর দাবি ময়লা-আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করতে হবে।

এবিষয়ে জানতে দেবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে গেলে মেয়র আবু বক্কর সিদ্দিক অফিসে কক্ষে না থাকায় মুঠোফোনে কল দিলে ফোনটি রিসিভ করেননি।

কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাস ২ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট:

পরীক্ষায় অংশ নিয়ে পাস ২ শিক্ষার্থী কারাগার থেকে

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে কারাগার থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন দুই কয়েদি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে। এই দুজন পরীক্ষার্থীর মধ্যে একজন জয়পুরহাট এবং অপরজন নওগাঁ জেলা কারাগার থেকে পরীক্ষায় অংশ নেন।

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, তারা দুজনেই বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন।

জয়পুরহাট কারাগার থেকে পরীক্ষায় অংশ নেওয়া সিরাজুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবির মালিদহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পেয়েছেন জিপিএ-৩.৫। অপরদিকে, নওগাঁ জেলা কারাগার থেকে অংশ নেওয়া রানা হোসেন জেলার মান্দ্রার খোর্দ্দ বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি পেয়েছেন জিপিএ-৩.৬৭।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন,অশং নেয়া তারা দুজনেই পাস করেছে ,কারাগার অধীনে শিক্ষাবোর্ডের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান