টঙ্গীতে প্রতিবন্ধীদের মাঝে চাকরির নিয়োগপত্র ও হাইটেক ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দা রোকসানা পারভীন(রুবি):
প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ প্রতিবন্ধী ব্যক্তি ও দুখস্থদের মাঝে নিয়োগপত্র এবং হাইটেক ডিভাইস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে।
গতকাল রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকার সমাজ ক্যলান মন্ত্রণালয়ের অধীনস্থ মৈত্রী শিল্পের মাঠে প্রায় ৭৯জন প্রতিবন্ধীকে বিভিন্ন শিল্প কারখানা চাকরির নিয়োগপত্র প্রধান ও শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী,ও স্রবণ প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাইটেক ডিভাইস বিতরণ করা হয়।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ২আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেড-১ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শেখ রফিকুল ইসলাম, সমাজকল্যান মন্ত্রনালয়ের অতিরক্তি সচিব(প্রশাসন) ডঃ শাহ আলম, যুগ্মসচিব ডঃ দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, যুগ্মসচিব সেলিম খান, উপ উপ-ব্যবস্থাপক মো.হাতেম আলী প্রমুখ।

বিয়ের নাটক করে চুরিই যাদের পেশা

স্টাফ রিপোর্টার:

বাবা-মায়ের আদরের সন্তান শাখাওয়াত হোসেন শাকিল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছর আগে পরিচয় গলাচিপা কলেজ রোডের বিথী আক্তারের সাথে৷ এরপর প্রণয়, প্রেম। সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্তও৷ বিথী নিজেকে পরিচয় দেন কুমারী হিসেবে। কিন্তু সেই বিয়ে রীতিমতো দুঃস্বপ্নে রূপ নিয়েছে শাকিলের জীবনে৷ বিথী দুই দফায় তার সর্বস্ব হাতিয়ে নিয়ে এখন পলাতক৷ ভালোবেসে বিয়ে করা স্ত্রীর খোঁজ নিতে গিয়ে সুমন যা যা জেনেছেন, তাতে নিজেকেই এখন আর বিশ্বাস করতে পারছেন না।

শাকিল জানান, বিথীর কমপক্ষে চারটি বিয়ে হয়েছে, রয়েছে ক্লাস নাইন পড়ুয়া একটি মেয়েও। বিয়ের নাটক সাজিয়ে স্বর্ণালংকার, নগদ অর্থ হাতিয়ে নেয়াই বিথীর পেশা। আর এই অপকর্মে বিথীর রয়েছে একটি চক্র৷ এই চক্রে আছে বিথীর তথাকথিত স্বামী ইসমাইল (৪২), মেয়ে কলি (১৪)সহ আরো কয়েকজন৷

সর্বশেষ গত ২৫ ফেব্রুয়ারী শাকিলের অনুপস্থিতিতে বাসা থেকে এক ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে বিথী৷ আর এই অপকর্মে বিথীকে সহযোগিতা করেছে তারই তথাকথিত স্বামী ইসমাইল ও বোন লতা৷ এরপর থেকেই বিথী ও তার পরিবারের সকলের নাম্বার বন্ধ, ভাড়া বাসা ছেড়ে তারা চলে গিয়েছেন অন্যত্র। এর আগে আরো একবার শাকিলের বাসা থেকে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় বিথী৷ ওই দফায় শাকিল অনেক কষ্টে বিথীকে খুঁজে বের করে নিজ পরিবারকে মানিয়ে ফের সংসার শুরু করে।

শাকিল আরো জানান, বিয়ের নাটকের পরে বিথী তাকে নিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়িয়েছেন৷ সেসব স্থানে শাকিলকে স্বামী হিসেবে পরিচয় করিয়েছেন। কিন্তু পরবর্তীতে শাকিল জানতে পারেন, এটি বিথীর চতুর্থ বিয়ে। জেলা এবং জেলার বাইরে এর আগেও এভাবেই বিয়ের নাটক সাজিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছেন বিথী৷ কেউ এসবের প্রতিবাদ করলে তাকে হামলা-মামলা করতেও পিছপা হয় না এই চক্র।

সব হারিয়ে শাকিল এখন ঘুরছেন পথে পথে। প্রতারক বিথীকে বিয়ে করায় পরিবারও তাকে ঘর থেকে বের করে দিয়েছে৷ আর এদিকে বিথী ও তার প্রতারক চক্রের উপযুক্ত শাস্তির দাবিতে শাকিল ঘুরে বেড়াচ্ছেন দ্বারে দ্বারে৷

এ বিষয়ে জানতে বিথীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত ইসমাইলের নাম্বারে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি৷ পরিচয় দিয়ে খুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি৷

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান